সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রতিটি পাড়ায় পাড়ায় এবার দ্রুত ও কার্যকর ভাবে সমস্যা মেটাতে চালু করা হয়েছে নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান (Amader Para Amader Samadhan)। হ্যাঁ, গত 2 আগস্ট থেকে শুরু হয়েছে এই প্রকল্প, যার মূল উদ্দেশ্য হল স্থানীয় বাসিন্দাদের সরাসরি প্রশাসনিক প্রক্রিয়ায় যুক্ত করা এবং সমস্যাগুলিকে সমাধান করা।
দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রীদের
এই প্রকল্প সফল করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জেলাভিত্তিক দায়িত্বপ্রাপ্ত সব মন্ত্রীদের করণীয় তালিকা বেঁধে দিয়েছেন। হ্যাঁ, প্রথমত প্রতি সপ্তাহে অন্তত একবার করে নিজে নিজের জেলার ক্যাম্পে উপস্থিত থাকতে হবে। দ্বিতীয়ত, ব্লক স্তরের সিদ্ধান্ত এবং জটিলতা সমাধানে জেলা শাসকদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তৃতীয়ত, ক্যাম্পের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেগুলোকে পর্যালোচনা করতে হবে।
সমস্যা মেটাতে মাঠে নামছে প্রশাসন
উল্লেখ্য, আগে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে রাজ্যবাসী সরাসরি সরকারি পরিষেবা হাতের নাগালেই পেত। আর এবার আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে সমাধান করা হবে স্থানীয় স্তরের কিছু সমস্যা। যেমন নলকূপ বা জলের কল বসানো হবে। বৈদ্যুতিক খুঁটি বসানো হবে। ড্রেন পরিস্কার, আবর্জনা অপসারণ করা হবে। পাশাপাশি খেলার মাঠ সংস্কার করা হবে।
উল্লেখ্য, প্রতি তিনটি বুথ মিলিয়ে একটি করে সেন্টার বসানো হবে। আর সেখানে সপ্তাহে একদিন করে সরকারি আধিকারিকরা সরাসরি অভিযোগ শুনবে। প্রতিটি পাড়ায় এরকম শিবির বসানো হবে, যাতে সাধারণ মানুষের সমস্যা খুব দ্রুত সমাধান করা যায়।
আরও পড়ুনঃ আলোচনা ছাড়াই ধ্বনি ভোটে পাস হল আয়কর বিল! বিস্ফোরক অভিযোগ বিরোধীদের
বাজেট ও সরকারি তহবিল
উল্লেখ্য জানিয়ে রাখি, এই প্রকল্প বাস্তবায়ন করতে একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে। প্রতিটি বুথের জন্য 10 লক্ষ টাকা অনুদান দেওয়া হচ্ছে আর এই প্রকল্পের মোট 8000 কোটি টাকা ব্যয় করা হবে। সরকার মনে করছে, এই উদ্যোগ পাড়ায় পাড়ায় সমস্যা সমাধান করতে সাহায্য করবে এবং মানুষের মধ্যে প্রশাসনের প্রতি ভরসা আরো বাড়বে।