প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা ভোট শুরু হতে এখনও ঢের দেরি অর্থাৎ হাতে বাকি এখনও কয়েকটা মাস। কিন্তু এই কয়েকটা মাস্কেই কাজে লাগাতে চাইছে শাসকদল তৃণমূল কংগ্রেস। নাগরিক সমস্যা সমাধান করতে দুয়ারে সরকারের আদলে তাই গত ২ আগস্ট থেকে জনস্বার্থে চালু করা হয়েছে নয়া কর্মসূচি ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। ইতিমধ্যে কাজও শুরু হয়ে গিয়েছে। সরকারি আধিকারিক এলাকায় পৌঁছে মানুষের সমস্যার কথা শুনছেন। কম সময়ে নয়া কর্মসূচি যথেষ্ট সাড়া পেয়েছে। এমনকি এই কর্মসূচির প্রশংসা করলেন সিপিআইএম-এর এক পঞ্চায়েত সদস্যা।
শাসকদলের প্রশংসা CPIM পঞ্চায়েত সদস্যের মুখে
স্থানীয় সূত্র মাধ্যম জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বুধবার, আউশগ্রাম এর ২ নম্বর ব্লকের অমরপুর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম এর পঞ্চায়েত সদস্যা শিউলি বাগদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির করলেন ভূয়সি প্রশংসা। সেখানকার এই সরকারি ক্যাম্পে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি এই প্রশংসা করলেন। তিনি এদিন বলেন, “বাংলার মানুষের জন্য মুখ্যমন্ত্রী সর্বদা ভাবেন। সাধারণের কাজের অনুপ্রেরণায় এই সুজি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমাকে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আব্দুল লালন সাহেবও কাজ ধরাতে সহযোগিতা করেন। মনে হচ্ছে সরকার আমাদের মত গরীব মানুষের পাশে আছেন।”
দলের অন্দরে জোর চর্চা CPIM-এর
এদিন সিপিআইএম-এর পঞ্চায়েত সদস্যা শিউলি বাগদি শাসকদলের এই নয়া কর্মসূচির প্রশংসা করায় দলের মধ্যে নয়া বিতর্ক তৈরি হয়েছে। অনেক সিপিআইএম-এর কর্মী জানান, লোভে পড়ে শিউলি এদিন তৃণমূলের ক্যাম্পে গেছেন তো অনেকেই আবার বলেন যে শীঘ্রই দল বদল করতে চলেছেন এই পঞ্চায়েত সদস্যা। তবে শিউলি দেবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই প্রসঙ্গে কিছুই জানাতে চাননি। কিন্তু তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আব্দুল লালন জানান, “তৃণমূল কংগ্রেস বরাবরই মানুষের উন্নয়নের জন্য ভাবেন। সেক্ষেত্রে সাধারণ মানুষ উন্নয়নকে ডিঙিয়ে কিছু করতে পারবেন না। আমরা সেবার ক্ষেত্রে কোনো দল বিচার করিনা।”
আরও পড়ুন: এখনই ছাড় নয়! ভিনরাজ্যে বাঙালি হেনস্থার বিরুদ্ধে স্থগিতাদেশে না সুপ্রিম কোর্টের
প্রসঙ্গত, গত ১২ আগস্ট, মঙ্গলবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর এক্স হ্যান্ডেলে আমাদের পাড়া আমাদের সমাধান- এর ১০ দিনের খতিয়ান রিপোর্ট প্রকাশ্যে এনেছেন। যেখানে তিনি বলেছেন, ১২ আগস্ট বিকেল ৪:০০ পর্যন্ত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রকল্পে মোট ৮০,৬৮১ বুথের মধ্যে এখনও পর্যন্ত কভার হয়েছে ১৪,২৬৫ বুথ। এবং মোট ২৮,৭৫৩ ক্যাম্পের মধ্যে ৫,৪২৮টি ক্যাম্প ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। এ পর্যন্ত আয়োজিত ক্যাম্পগুলোতে অংশ নিয়েছেন মোট ২৯,৫১,১৬৪ জন। প্রতি ক্যাম্পে গড়ে উপস্থিতি ৫৪৪ জন। প্রায়োরিটি ভিত্তিতে প্রকল্প বেছে নিয়েছেন ১,৩৬,৪১৫ জন। এই রিপোর্টে অত্যন্ত খুশি মমতা। তাই সকল এই প্রকল্পের সঙ্গে যুক্ত সকল কর্মীদের অভিনন্দন জানিয়েছেন।