প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা মাস। তাই এখন থেকেই রাজ্য জুড়ে শুরু হতে গিয়েছে তার প্রস্তুতি পর্ব। এদিকে ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারের নাম সরাতে ময়দানে নেমেছে জাতীয় নির্বাচন কমিশন। গত ৪ নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। যদিও সেই প্রক্রিয়া যে খুব সুষ্ঠভাবে হচ্ছে তা নয়, বিভিন্ন জায়গায় BLO-দের বাধার মুখে পড়তে হচ্ছে। এমনকি শাসকদলের নেতাদের হুমকির মুখেও পড়তে হচ্ছে। এবার SIR নিয়ে হুঁশিয়ারির খানিক ছায়া দেখা গেল কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বক্তৃতায়।
ভোট সুরক্ষা সভার আয়োজন বোলপুরে
বর্তমানে SIR এর আতঙ্কে যে হারে বিভিন্ন এলাকায় আত্মহত্যার সংখ্যা বাড়ছে সেই কারণে বেশ উদ্বিগ্ন শাসকদল তথা প্রশাসন, তাই ভোটারদের মনোবল চাঙ্গা করতে ও জনসংযোগ বৃদ্ধি করতে শাসকদলের তরফে চালু করা হয়েছে ‘ভোট সুরক্ষা সভা’। এবার সেই সভা বসল বোলপুরে। স্থানীয় রিপোর্ট মোতাবেক গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, বোলপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে ভোট সুরক্ষা সভার আয়োজন করা হয়েছিল। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল, বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ-সহ কোর কমিটির আরেক সদস্য সুদীপ্ত ঘোষ ও অন্যান্য কাউন্সিলররা। সেখানে জনগণকে SIR নিয়ে চিন্তিত না হওয়ার বার্তা দেওয়া হয়েছে। এমতাবস্থায় সকলের সামনেই ভিট নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট।
বিতর্কিত মন্তব্য অনুব্রত মণ্ডলের
অনুব্রত মণ্ডল বৃহস্পতিবার, বোলপুরের ভোট সুরক্ষা সভায় বক্তৃতা দিতে গিয়ে জানান, “ অসমে ১৭ লক্ষ ভোটার বাদ গিয়েছিল। অনেক হিন্দু লোক আনন্দিত হয়েছিল, যে মুসলমান বাদ যাবে৷ কিন্তু, মাত্র ৪ লক্ষ মুসলমান বাদ গিয়েছিল, আর ১৪ লক্ষ হিন্দু বাদ যায়। তবে চিন্তার কোনও কারণ নেই মমতা বন্দ্যোপাধ্যায় আছেন।” তিনি ওইদিন সভায় আরো বলেন যে, “যে যেখানে থাকতেন বা যাঁরা বিয়ে করে অন্য জায়গায় গিয়েছেন, তাঁদের মা-বাবাদের নাম ২০০২ সালে আছে। সেটা নিশ্চই খোঁজ করলে পেয়ে যাবেন৷ ভয়ের কোনও কারণ নেই, আমাদের লোকরা আছেন, ভোটার লিস্টে ঠিক নাম উঠিয়ে দেবেন। আর যদি NRC হয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নেবে, কাউকে জেল খাটতে হবে না।” আর এই মন্তব্যের রেকর্ড প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় ওঠে।
আরও পড়ুন: খিচুড়িতে মিলল সাপের খোলস! অসুস্থ ২০ শিশু! ধুন্ধুমার কাণ্ড নদীয়ার অঙ্গনওয়ারি কেন্দ্রে
কটাক্ষ বিজেপি নেতাদের
অনুব্রত মণ্ডলের বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষুব্ধতা প্রকাশ্যে এসেছে বিরোধী দল বিজেপি। এই ব্যাপারে বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘SIR-এ নাম তোলার দায়িত্ব বুথ লেভেল অফিসার বা BLO-দের থাকে। রাজনৈতিক দলের প্রতিনিধিরা এ ব্যাপারে BLO-কে সহযোগিতা করতে পারেন। কিন্তু নাম তোলার ক্ষেত্রে তাঁদের সরাসরি কোনও ভূমিকা নেই। তিনি SSR এবং SIR-এর পার্থক্য বুঝতে পারছেন না।’’ অন্যদিকে বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলও বলেন, ‘‘কী ভাবে কোনও দলের লোক ভোটার লিস্টে নাম তুলতে পারে? এত আত্মবিশ্বাসের সঙ্গে কীভাবে কেউ বলতে পারে এই কথা? তার মানে BLO-দের প্রভাবিত করার অভিযোগ সত্য।”