সৌভিক মুখার্জী, কলকাতা: হরিয়ানায় ভোটার তালিকায় কারচুপি নিয়ে একের পরে অভিযোগ তুলেছেন কেন্দ্রের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এমনকি সেখানে তিনি এক ব্রাজিলিয়ান মডেলের (Rahul Gandhi Brazilian Model) ছবিও দেখিয়েছেন। সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেছেন, 22 বার ওই মডেলের নাম ভোটার লিস্টে উঠেছে। আরে এ নিয়ে রাজ্য রাজনীতিতে পড়েছে শোরগোল। প্রশ্ন জাগছিল, কে ওই ব্রাজিলিয়ান মডেল? অবশেষে নিজেই মুখ খুললেন তিনি।
কী বললেন তিনি?
বেশ কয়েকটি সূত্র ঘেঁটে জানা গেল, রাহুল গান্ধী যে ব্রাজিলিয়ান মডেলের ছবি দেখিয়েছিলেন, তাঁর নাম ল্যারিসা। তিনি জানিয়েছেন যে, অনেক আগে যখন তিনি মডেলিং করতেন তখন এই ছবি তোলা হয়েছিল। বর্তমানে তিনি মডেলিং-এর প্রফেশন ছেড়েছেন। ভারতের রাজনীতির সঙ্গে তাঁর কোনও সংযোগ নেই। তিনি দাবি করেছেন, স্টক ইমেজ প্ল্যাটফর্ম থেকেই তাঁর ছবিটা কেনা হয়েছে। এতে তাঁর কোনও সংযোগ নেই। কখনও ভারতে আসেননি তিনি। এমনকি তিনি একটি ভিডিও বার্তায় জানিয়েছেন যে, আমি ব্রাজিলের একজন ডিজিটাল ইনফ্লুয়েন্সার এবং হেয়ার ড্রেসার। আমি ভারতীয়দেরকে সত্যিই ভালোবাসি। তবে ভারতের রাজনীতিতে আমার কোনও যোগ নেই।
এমনকি তিনি এও জানিয়েছেন যে, রাহুল গান্ধী প্রেস কনফারেন্সে তাঁর ছবি দেখানোর পর থেকেই ইনস্টাগ্রাম মেসেজে ভরে যাচ্ছে। বিশেষ করে ভারতীয়রাই মেসেজ করছে তাঁকে। আর সকলেই তাঁর আসল পরিচয় জানতে চাইছে। তিনি বলেছেন, ভারতীয় ফলোয়ারদের স্বাগত জানাই। আমি ভারতীয়দের সত্যিই ভালোবাসি। আমার ইনস্টাগ্রামে অনেক ভারতীয় ফলোয়ার পেয়েছি। সবাই আমার ছবিতে কমেন্ট করছে, লাইক করছে। সকলে জানতে চাইছে, আমি সত্যিই ভোট দিতে গিয়েছিলাম কিনা। তবে আমি স্পষ্ট জানাতে পারি যে আমি ওটা ছিলাম না। আমার ছবি শুধুমাত্র ব্যবহার করা হয়েছে। আমার রাজনীতির সঙ্গে কোনও যোগাযোগ নেই। আমি ভারতীয়দের ভাষা বুঝিও না। ট্রান্সলেট করেই তা পড়েছি। এমনকি আমাকে ভারতীয়দের মতো দেখতেও নয়।
Brazilian Model Larissa whose image has been used in Haryana for fake votes reacts to the big expose and irregularities shared by @RahulGandhi today
— Supriya Shrinate (@SupriyaShrinate) November 5, 2025
আরও পড়ুনঃ বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেটারদের সবাইকে Sierra SUV উপহার TATA-র! জানুন এর ফিচার্স
সাংবাদিকরাও চালাচ্ছে খোঁজ
এদিকে ল্যারিসা দাবি করেছেন, ভারতীয় সাংবাদিকরাও তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে। ইন্টারভিউ চাইছে। এমনকি সে তাঁদের উত্তর দেওয়ার চেষ্টা করছে। তাঁর কথায়, আমি সেই রহস্যময় ব্রাজিলিয়ান মডেল। তবে এখন আমি আর মডেলিং-এর কাজ করি না। রাজনীতির সঙ্গে কোনও যোগাযোগ নেই। আমাকে বোধহয় এবার ভারতের ভাষা শিখতে হবে। আমি একমাত্র ‘নমস্তে’ শব্দটা জানি। আর কোন ভাষা জানি না। তবে যখন আমি ভারতীয় ভাষা শিখব তখন আরও জনপ্রিয় হয়ে উঠব।