“আমার সম্মান নষ্ট হচ্ছে”! ট্রান্সফার মামলায় গড়িমসি নিয়ে AIFF-কে আইনি নোটিস আনোয়ারের

Anwar Ali Send legal notice to AIFF

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এক মামলা নিয়ে কেটে গিয়েছে গোটা একটা বছর। তাও কোনও সুরাহা করতে পারেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অ্যাপিল কমিটি। এ নিয়ে কিছুদিন আগেই ক্ষোভ জাহির করে ফিফার দ্বারস্থ হয়েছিল মোহনবাগান। আর সেই ঘটনার কিছু দিনের মধ্যেই এবার ফেডারেশনকে আইনি নোটিস ধরালেন ইস্টবেঙ্গল ফুটবলার আনোয়ার আলি (Anwar Ali)। এক বছরেরও বেশি সময় ধরে মামলার কোনও অগ্রগতি হয়নি। এদিকে অহেতুক বারবার ফুটবলারকে নিয়ে টানাটানি চলছে। তাতে অকারণে সম্মানহানি হচ্ছে আনোয়ারের। মূলত এমন বক্তব্য সামনে রেখেই ফেডারেশনের কাছে গেল আইনি নোটিস।

দীর্ঘদিন ধরে ঝুলে আনোয়ার ইস্যুতে হওয়া মামলা

আনোয়ার ইস্যু নিয়ে বারবার ফেডারেশনের দ্বারস্থ হয়েছে মোহনবাগান। তবে আশার আলো দেখিয়েও প্রতিবার ঝুলে গিয়েছে আনোয়ার আলির মামলা। নিষ্পত্তি তো হয়ইনি বরং বারবার ফেডারেশনের কাছে আবেদন জানিয়ে হতাশ হতে হয়েছে মোহনবাগানকে। কিছুদিন আগেই এই সমস্যা নিয়ে ফিফাকে একটি চিঠি লিখেছিল মোহনবাগান। পরবর্তীতে ফিফার তরফে চিঠি এলে ফেডারেশন অ্যাপিল কমিটি কিছুটা নড়ে চড়ে বসে। তবে একটা সময় পর ফের ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বিষয়টিকে একপ্রকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

এর আগে অ্যাপিল কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেশ টন্ডন বেশ কয়েকবার আনোয়ার ইস্যু নিয়ে বৈঠকে বসতে চাইলেও কমিটির সদস্যদের অভাবের কারণে তা সম্ভব হয়নি। তাছাড়াও গত 8 নভেম্বর বেশ কিছু ব্যক্তিগত কারণ দেখিয়ে আনোয়ারের শুনানি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন কমিটির সদস্য অবসরপ্রাপ্ত জেলা বিচারক অশোক ত্রিপাঠী।

অবশ্যই পড়ুন: ১ লাখে মিলেছে প্রায় ১.৫৫ কোটি! ইনভেস্টরদের মালামাল করছে ২৪ পয়সার এই স্টক

পরে শোনা যায়, অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেশ আদেশ দিয়েছেন 12 এবং 13 নভেম্বর এই দুই দিন আনোয়ার ইস্যুতে আনোয়ারের পক্ষের আইনজীবীর যুক্তি শোনা হবে। তারপরই শোনা হবে ইস্টবেঙ্গল আইনজীবীর বক্তব্য। এমন সিদ্ধান্তের পরও ফের মুলতুবি হয়ে যায় শুনানি। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিচারপতি রাজেশের নির্দেশ অনুযায়ী অবিলম্বে কমিটির কোরাম সম্পূর্ণ হয়ে গেলে আগামী 28 ও 29 নভেম্বর শুনানি হওয়ার কথা ছিল। তবে সময়মতো সব না হওয়ায় সেই শুনানিও ভেস্তে যায়।

এমতাবস্থায়, এক ট্রান্সফার মামলা নিয়ে দীর্ঘ টানাপোড়েনের মাঝে শেষমেষ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে আইনজীবী মারফত আইনি নোটিস পাঠালেন ফুটবলার আনোয়ার। ওই নোটিসে খেলোয়াড়ের তরফে একেবারে সাফ জানানো হয়েছে, “সময় পেরিয়ে যাচ্ছে। এক বছরেরও বেশি সময় ধরে বিষয়টি ঝুলে রয়েছে। এদিকে ফেডারেশনের অ্যাপিল কমিটি কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না। অহেতুক ঢিলেমির কারণে আমার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই মামলায় আমার নাম জড়িয়ে থাকায় সম্মানহানি হচ্ছে।” এদিন আনোয়ার একেবারে স্পষ্ট জানিয়ে দেন, “মামলা থেকে অ্যাপিল কমিটির একজন ব্যক্তি নিজেকে সরিয়ে নিয়েছেন ঠিকই কিন্তু কোরামে তো তাহলেও চারজন সদস্য থাকেন। এভাবেও কোরাম তৈরি করে মামলার শুনানি করা যেতে পারে।”

Leave a Comment