‘আমি ক্ষুদিরাম চাকী, আমি ঝুলি না, ঝোলাই!’ রাজ চক্রবর্তীর সিনেমায় মণীষীকে অপমান!

Raj Chakrabarty

সহেলি মিত্র, কলকাতাঃ নতুন বছর শুরু হওয়ার আগেই এবার বিতর্কে জড়ালেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakrabarty)। সেইসঙ্গে শিরোনামে উঠে এসেছে তাঁর আসন্ন নতুন সিনেমা। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তীর আসন্ন ছবি “হোক কলরব”। এটি শহরের একটি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে সিনিয়র ছাত্রদের দ্বারা র‍্যাগিংয়ের কারণে একজন নবীন ছাত্রের মর্মান্তিক মৃত্যুর সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি। ইতিমধ্যে এই সিনেমার টিজার মুক্তি পেয়েছে যা দেখে উচ্ছ্বসিত সকলেই। তবে একইসঙ্গে এটি বিতর্কের জন্মও দিয়েছে। টিজারের মধ্যে থাকা একটি সংলাপ যত গণ্ডগোলের মুলে। আর এর ফলেই সকলের ক্ষোভের মুখে পড়তে হয়েছে রাজ চক্রবর্তীকে।

‘হোক কলরব’ নিয়ে রোষের শিকার রাজ চক্রবর্তী

আগামী ২৩ জানুয়ারি, ২০২৬-এ মুক্তি পাবে” হক কলরব”। এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনয়ে শাশ্বত চট্টোপাধ্যায়, ওম সাহানি, রোহন, জন ভট্টাচার্য, অভিকা মালাকার ও অন্যান্যরা। ছবির প্রযোজনায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই ছবির নাম মনে করিয়ে দেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বুকে সংগঠিত হওয়া এক আন্দোলনকে। এই ছবির প্রেক্ষাপট ও অবশ্য ছাত্র রাজনীতিই। ‘হোক কলরব’ -এর টিজারে পুলিশের উর্দি গায়ে যে সংলাপ আওড়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, তা নিয়েই বর্তমানে ব্যাপক আলোচনা চলছে। টিজারের এক দৃশ্যে আইপিএস অফিসারের ভূমিকায় অভিনেতাকে বলতে শোনা যায়, ‘নমস্কার, আমি ক্ষুদিরাম চাকী। না, আমি ঝুলি না, ঝোলাই!’ আর সেই সংলাপ শুনেই প্রতিবাদে মুখর হয়েছেন দর্শকমহলের একাংশ।

আরও পড়ুনঃ মেসির সঙ্গে ছবি তোলায় কুমন্তব্য শুভশ্রীকে! বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত

তাঁদের বক্তব্য, ‘দেশমাতৃকার জন‍্য হাসিমুখে ফাঁসির দড়ি গলায় তুলেছিলেন ক্ষুদিরাম বোস। আর সেই বীর বঙ্গমণীষীকে নিয়ে কিনা বাংলা সিনেমাতেই এহেন সংলাপ?’ কেউ কেউ আবার বলেছেন, ‘বাঙালি নিজস্ব শিকড়-সংস্কৃতি ভুলতে বসেছে?’ একাংশ আবার রাজনৈতিক মহলের ‘মৌনতা’ নিয়ে প্রশ্ন ছুড়লেন! কেউ বা ব্যঙ্গাত্মকভাবে বিঁধে বললেন, ‘এত জাতীয়তাবাদী ডায়লগ আওড়ানো রাজনৈতিক ব‍্যক্তিত্বদের প্রতিবাদ কোথায়?’ কেউ বা আবার শাশ্বতকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ‘বেঙ্গল ফাইলস’ প্রসঙ্গ তুলে খোঁচা দিলেন, ‘উনি তো আবার না জেনেই সংলাপ আওড়ান!’ সবমিলিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে রাজের আসন্ন এই সিনেমা নিয়ে।

আরও পড়ুনঃ গত ১৫ দিনের মধ্যে সর্বোচ্চ দরপতন সোনার! ঘাম ছোটাচ্ছে রুপো

বিজেপি নেতা কৌশ্তভ বাগচি রাজ চক্রবর্তীর নতুন সিনেমার টিজার পোস্ট করে লিখেছেন, ‘অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত, তৃণমূল বিধায়ক ও নির্দেশক রাজ চক্রবর্তীর আসন্ন ছবি ‘হোক কলরব’ এ বীর শহীদ ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সম্বন্ধে চূড়ান্ত ব্যাঙ্গাত্মক মনোভাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি। এই অপমান স্বাধীনতা সংগ্রামীদের, দেশের ও সমগ্র বাঙালি জাতির অপমান।’

কেন বড়দিনে মুক্তি পেল না সিনেমাটি?

জানা গিয়েছে, এই ছবিতে ৪০ থেকে ৫০ জন নতুন মুখ কাজ করছেন বলে জানিয়েছেন রাজ। প্রথমে পরিকল্পনা ছিল চলতি বছরের শেষে, বড়দিনে এই সিনেমাটিকে বড়পর্দায় নিয়ে আসার। তবে বড়দিনে বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে। সেই কারণে রাজ প্রাথমিকভাবে ঠিক করেছেন, পরের বছরের প্রথম দিকেই, ২৩ জানুয়ারি এই সিনেমা বড়পর্দায় নিয়ে আসবেন।

Leave a Comment