“আমি গর্বিত আমি পাকিস্তানি মুসলিম!”, জঙ্গি তকমা পেতেই ক্রিকেট ছাড়ছেন খোয়াজা

Usman Khawaja to retire from international cricket

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একাধিকবার জঙ্গি বলে দাগিয়ে দেওয়া হয়েছে তাঁকে। শুনতে হয়েছে নানান কটুক্তি। এবার সেই ক্রিকেটারই (Usman Khawaja) আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। হ্যাঁ, আগামী রবিবার থেকে শুরু হতে যাওয়া টেস্টে সিরিজেই শেষ ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তবে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার আগে, নিজের ধর্মীয় পরিচয় নিয়ে গর্ববোধ করলেন উসমান খোয়াজা। পাকিস্তানের জন্মগ্রহণকারী খেলোয়াড় বললেন, তিনি গর্বিত তিনি একজন পাকিস্তানি মুসলিম।

অস্ট্রেলিয়ায় জঙ্গি হামলার পরই আঙুল ওঠে খোয়াজার দিকে

অস্ট্রেলিয়ান ক্রিকেটার খোয়াজাকে নিয়ে কাটাছেঁড়া আগেও হয়েছে। তবে এর পরিমাণটা বাড়ে গতমাসে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র বন্ডি বিচে জঙ্গি হামলার পরই। এই ঘটনায় এক ধাক্কায় 16 জনের মৃত্যু হয়। আর তারপরেই হঠাৎ অভিযোগের তীর ঘুরে যায় পাকিস্তানি মুসলিম অস্ট্রেলিয়ার ক্রিকেটার খোয়াজার দিকে। অজি তারকা সহ তাঁর দুই সন্তানকে জঙ্গি বলে আক্রমণ করতে থাকেন নেট মহলের বাসিন্দারা।

অনেকেই বলছেন, খোয়াজা একজন পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ার কারণেই তাঁকে নেট নাগরিকদের রোষের মুখে পড়তে হয়েছে। তবে এটাই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার ধর্মীয় পরিচয়ের কারণে নানান অকথা কুকথা শুনতে হয়েছে অস্ট্রেলিয়ার হয়ে খেলা এই ক্রিকেটারকে। এর আগে চোটের কারণে গলফ খেলতে পারেননি তিনি। তাতে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার তাঁর দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আর এসব কিছু নিয়েই শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথা জানালেন খোয়াজা।

অবশ্যই পড়ুন: ফোনের নেটওয়ার্ক না থাকলেও করা যাবে কল! BSNL চালু করল Wi-Fi Calling পরিষেবা

তবে শেষ বেলায় সমস্ত কথা মনে করে চোখের কোণে গড়িয়ে এলো জল। সাংবাদিকদের সামনে মুখ খুলে পাকিস্তানি বংশোদ্ভুত বললেন, “আমি যে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পেরেছি তাতেই খুশি। আমি গর্বিত আমি মুসলিম, পাকিস্তানের এক কৃষ্ণাঙ্গ ছেলে যাকে বলা হয়েছিল তুমি কোনও দিন অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারবে না। আজ তারাই দেখুক আমি কোথায় পৌঁছে গিয়েছি।”

অবশ্যই পড়ুন: ২০২৬ এ বড় চমক দিল BCCI! নতুন কোচ পাচ্ছে ভারতীয় দল

এদিন ক্রিকেট থেকে বিদায় নেওয়ার আগে অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতিকে এক হাত নেন খোয়াজা। তাঁর কথায়, “আজকের দিনে দাঁড়িয়েও জাতিবিদ্বেষ রয়ে গিয়েছে। তবে অস্ট্রেলিয়ার অন্যান্য ক্রিকেটারদের সাথে এমন ব্যবহার হতে আগে দেখিনি।” এদিন নিজের কাঁপা কাঁপা কন্ঠে খোয়াজা বুঝিয়ে দিয়েছিলেন, একজন পাকিস্তানি মুসলিম হওয়ার কারণে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট মহলের অন্যান্যদের কাছ থেকে কতটা মানসিক নিপীড়নের শিকার হতে হয়েছে তাঁকে।

Leave a Comment