‘আমি না, মোহনবাগান আমাকে বেছেছে!’ কোন পজিশনে খেলবেন? জানালেন রবসন

Robson Robinho On Mohun Bagan big statement-bkm

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সদ্য শহরে পা রেখেছেন ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো। কলকাতার গন্ধ গায়ে মাখতেই শুরু করে দিলেন অনুশীলনও। মঙ্গলবার বাগানের হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়লেন সমর্থকদের পছন্দের ছেলে। মাঠে নেমেই সবুজ মেরুন তাঁবুতে ডেকে আনলেন সেই হোসে রামিরেজ ব্যারেটোর স্মৃতি। জানালেন সবুজ মেরুনে যোগ দেওয়ার আসল কারণও (Robson Robinho On Mohun Bagan)।

মোহনবাগানে কেন যোগ দিলেন রবসন?

শনিবার ব্রাজিলিয়ান তারকার সাথে আনুষ্ঠানিক চুক্তি ঘোষণা করে মোহনবাগান। সেই মতো শহরে এসেই খোশ মেজাজে সতীর্থ ও কর্মীদের সাথে আলাপচারিতা সেরে নিলেন রবসন। সেই সাথে জোর কদমে অনুশীলনের মাঝেই মনে করিয়ে দিলেন সবুজ তোতা ব্যারেটোর স্মৃতি। তাঁকে কতটা চেনেন রবসন? ক্যামেরার মুখোমুখি হয়ে জানালেন, ব্যারেটোর নাম তিনি বহুবার শুনেছেন। তাঁকে কাছ থেকে না হলেও চেনেন তিনি।

বলা বাহুল্য, বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে দীর্ঘদিন মাঠ কাঁপিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। মাত্র তিন বছরে ওপার বাংলার দলকে সাত সাতটা ট্রফি জিতিয়েছেন তিনি। এবার ঠাঁই হল মোহনবাগানে। কিন্তু কেন বাগানকেই বেছে নিলেন রবিনহো? এমন প্রশ্নের উত্তরে ফুটবলার জানান, মোহনবাগানকে তিনি বেছে নেননি বরং মোহনবাগান তাঁকে পছন্দ করে নিয়ে এসেছে। এক কথায়, বাগানের ইচ্ছেতেই এবার ভারতীয় ফুটবলে দাপট দেখাবেন রবসন।

 

অবশ্যই পড়ুন: উত্তরাধিকার সূত্রে পাওয়া সোনা বিক্রি করলে কর দিতে হবে? জেনে নিন নিয়ম

পরবর্তী ম্যাচের জন্য কতটা ফিট রবসন?

আগামী 16 সেপ্টেম্বর এসিএল 2 এর আসরে নামবে মোহনবাগান। কিন্তু তার আগে প্রস্তুতির জন্য খুব একটা বেশি সময় পাবেন না সবুজ মেরুনের ছেলেরা। তার উপর সদ্য কলকাতায় এসেছেন রবসন। তাঁর কী হবে? পরবর্তী ম্যাচের জন্য কতটা ফিট তিনি? আদৌ খেলতে পারবেন? এমন সব প্রশ্নের উত্তরে ব্রাজিলিয়ান ফুটবলার বলে দিলেন, আমি কিন্তু 14-15 দিন ট্রেনিং করেছি। তবে এই মুহূর্তে যথেষ্ট ফিট। আশা করছি আগামী ম্যাচে দলকে সাহায্য করতে পারব। বাকিটা কোচের উপর নির্ভর করছে।

কোন পজিশনে খেললে গোল করতে পারবেন রবসন? খেলোয়াড় জানালেন, আমাকে যদি দল স্ট্রাইকারের পজিশনে খেলায় তবে আমি গোল করব। যদি সেটা না হয় তাহলে দলকে গোল করতে সাহায্য করব। ফলত বোঝাই যাচ্ছে, মোহনবাগানে স্ট্রাইকার হিসেবেই খেলতে আগ্রহী রবসন রবিনহো। এই পজিশনে খেললে তিনি যে গোল করবেন তা নিয়ে সন্দেহ থাকা উচিত নয়। তবে শেষ সিদ্ধান্ত নেবেন সবুজ মেরুন কোচ হোসে মোলিনা। সেদিকেই তাকিয়ে ব্রাজিলের এই বাঘা ফুটবলার।

Leave a Comment