‘আমি বিশ্বাস করি কালী মূর্তি একজন মুসলমান ভেঙেছে!’ কাকদ্বীপ কাণ্ডে মুখ খুললেন দেবাংশু

Debangshu Bhattacharya

প্রীতি পোদ্দার, কাকদ্বীপ: সম্প্রতি কাকদ্বীপে মা কালীর প্রতিমা ভাঙার অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে। এদিকে পুলিশ নাকি প্রতিমাটিকে পরে প্রিজন ভ্যানে করে নিয়ে যায় বলেও অভিযোগ উঠল। আর সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী। সঙ্গে প্রশাসন এবং সরকারকে টার্গেট করে হিন্দুদের একত্রিত ভাবে জেগে ওঠার আহ্বান জানান। এবার সেই নিয়ে জোড়ালো মন্তব্য করলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।

মায়ের ভাঙা মূর্তি প্রিজন ভ্যানে তোলা নিয়ে ঝামেলা

উল্লেখ্য, সম্প্রতি শুভেন্দু অধিকারী একটি ভিডিও পোস্ট করেছিল যেখানে দেখা যাচ্ছে কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের পুজো মণ্ডপ থেকে মা কালীর প্রতিমার মাথা কাটা মূর্তি পরে রয়েছে। যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের। মধ্যে তুমুল ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রশাসনের ভূমিকা নিয়েও প্রতিবাদ করেছিলেন বিরোধী দল বিজেপি। চুপ থাকেনি বঙ্গ বিজেপির নয়া রাজ্য সভাপতি। তিনিও গর্জে উঠেছিলেন এই ঘটনার প্রতিবাদে। এরপর ঘটনাস্থল থেকে ভাঙা মূর্তিটি প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়ার ভিডিও শেয়ার করেন শুভেন্দু। আর তাতেই ক্ষোভের আগুন যেন জ্বলে উঠল স্থানীয়দের মধ্যে।

মুখ খোলেন দেবাংশু

শুভেন্দু অধিকারী এদিন লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শেষমেশ মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেলো !!! ছিঃ ছিঃ, এই লজ্জা রাখার জায়গা নেই…”। গত রাতের ঘটনায় উত্তর চন্দনপুরের হিন্দু গ্রামবাসীরা তীব্র প্রতিবাদ জানান বলে উল্লেখ করেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁদের ভয় দেখিয়ে পুলিশ মন্দিরের দরজা বন্ধ করে দেয় বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর এবার সেই নিয়ে মুখ খুললেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। এদিন সে তাঁর ফেসবুক পোস্টে বলেন, “আমি বিশ্বাস করি কালী মূর্তি একজন মুসলমান ভেঙেছে। তাই যতই হিন্দু নারায়ণ হালদার নিজের মুখে মদ্যপ অবস্থায় ভাঙচুরের কথা স্বীকার করুক, আমি বিশ্বাস করব না।”

আরও পড়ুন: শিলিগুড়ির নার্সিং হোমে ভয়াবহ আগুন! মৃত্যু ICU-তে থাকা রোগীর

কী বলছে বাংলা পক্ষ?

এছাড়াও দেবাংশু ভট্টাচার্য এদিন তাঁর ফেসবুক পোস্টে আরও বলেন যে, “আমার বিশ্বাসে মলম লাগাতে, মিথ্যা হলেও একজন মুসলমানকে গ্রেফতার করতে হবে! দু পেয়ে হয়েও কেউ যদি নিজেকে ছাগল বলে বিশ্বাস করে, পৃথিবীর কোন বিজ্ঞানের ক্ষমতা আছে তাকে মানুষ হিসেবে প্রমাণ করে? বিশ্বাসই সব। বিশ্বাসে মিলায় মুসলমান, তর্কে বহুদূর!” বিরোধীদের প্রতিবাদ ঝড়ের মাঝে চুপ থাকেনি বাংলা পক্ষ। সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, “দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে মা কালীর মূর্তি ভাঙা অপরাধীদের চরম শাস্তি চাই। কোন অপরাধীর নাম সামনে এসেছে? কোন নির্ভরযোগ্য তথ্য থাকলে বলো কারণ কাকদ্বীপে বাংলা পক্ষর সংগঠন নেই। পুলিশ ভ্যানে মা কালীর মূর্তি? লজ্জা! ধিক্কার!”

Leave a Comment