বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকাকে টেক্কা দেবে ভারত! কোন ক্ষেত্রে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চড়া শুল্ক নিয়ে যখন ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্যিক টানাপোড়েন চরমে, ঠিক সেই আবহে বড় বার্তা দিয়ে বসলেন আমেরিকান শিল্পোদ্যোগী ওরফে ওপেন OpenAI এর CEO স্যাম অল্টম্যান। তাঁর বড় দাবি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্বের বৃহত্তম বাজার হয়ে উঠতে পারে ভারত।
ঠিক কী বলেছেন OpenAI এর CEO?
বর্তমানে OpenAI এর দ্বিতীয় বৃহত্তম বাজার ভারত। দিনের পর দিন এদেশে নিজের বাণিজ্য বাড়াচ্ছে মার্কিন সংস্থাটি। সদ্য এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা তাদের পঞ্চম প্রজন্মের চ্যাট জিপিটি মডেল অর্থাৎ চ্যাট ডিপিটি 5 বাজারে লঞ্চ করেছে। আর তারপরেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সর নিরিখে ভারতের অবস্থান নিয়ে মুখ খুললেন OpenAI এর CEO স্যাম।
NDTV-র রিপোর্ট অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় ভারতের শক্তি কতটা তা বোঝাতে গিয়েই স্যাম জানান, আর্টিফিশিয়াল ইন্টেলিযেজেন্সের দুনিয়ায় আমেরিকার পর ভারত আমাদের কাছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজার। তবে আগামী দিনে এটি আমাদের বৃহত্তম বাজার হতে পারে।
এই বাজার অবিশ্বাস্যভাবে দ্রুত বর্ধনশীল। ভারতীয় ব্যবহারকারীরা AI দিয়ে যা করছেন তা সত্যিই দারুণ। এদিন OpenAI CEO আরও বলেন, আমরা বিশেষত ভারতের উপর জোর দিচ্ছি। বিগত দিনগুলিতে ভারতে পণ্য আনার উপর মনোনিবেশ করেছি আমরা। AI যাতে ভারতের জন্য দুর্দান্ত কাজ করে এবং সারা দেশের মানুষের জন্য এটি আরও সাশ্রয়ী হয়ে ওঠে সেই লক্ষ্যে স্থানীয় অংশীদারদের সাথেও কাজ চলছে।
স্যামের সংযোজন, আমরা ভারতে বিশেষভাবে মনোযোগী। শুধু তাই নয়, এদিন নিজের কথার মধ্যে দিয়ে মার্কিন শিল্পোদ্যোগী স্পষ্টভাবে বোঝাতে চেয়েছেন, OpenAI এর প্রাথমিক গুরুত্ব হয়ে উঠেছে ভারত। আসন্ন সেপ্টেম্বরেই ভারত সফরে আসবেন তিনি।
অবশ্যই পড়ুন: খ্রিস্টান মেয়েকে বিবাহ, ধর্মান্তর! হুমা কুরেশির মৃত ভাই আসিফ সম্পর্কে কিছু অজানা তথ্য
উল্লেখ্য, সদ্য চ্যাট জিপিটি 5 লঞ্চ করেই স্যামের সুরে সুর মিলিয়ে চ্যাট ডিপিটি সংস্থার প্রধান নিক টার্লি সাফ জানিয়েছেন, ভারত আমাদের জন্য বিশেষ অগ্রাধিকারমূলক বাজার। এখানে আমরা বিশেষভাবে মনোযোগী। সব মিলিয়ে বলাই যায়, স্যামের কথা মতো ভারত যদি OpenAI এর জন্য বৃহত্তম বাজার হয়ে ওঠে, সেক্ষেত্রে আমেরিকার অবস্থান হবে 2 নম্বরে!