আমেরিকার সবথেকে ভারী উপগ্রহকে মহাকাশে পাঠাচ্ছে ISRO-র ‘বাহুবলি রকেট’ LVM3!

Indian LVM3 Rocket

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO আবারও নতুন সাফল্যের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ভারত এমন এক মাইলফলক ছুঁতে চলেছে যা আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় দেশের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে। হ্যাঁ, প্রথমবারের মতো ভারতের বাহুবলি রকেট LVM3 (Indian LVM3 Rocket) মহাকাশে পাঠাতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ভারী উপগ্রহ।

15 ডিসেম্বর উৎক্ষেপিত হবে মার্কিন ব্লুবার্ড-6 স্যাটেলাইট

ISRO-র এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, আগামী 15 ডিসেম্বর শ্রী হরিকোটার সতীশ ধবন মহাকাশকেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে 6.5 টন ওজনের আমেরিকান স্যাটেলাইট। আর এই উপগ্রহকে নিম্ন পৃথিবীর কক্ষপথে পাঠানো হবে ভারতের সবথেকে শক্তিশালী লঞ্চ ভেইকেল LVM3 এর মাধ্যমে। বলাবাহুল্য, LVM3-কে সাধারণত ‘বাহুবলি রকেট’ নামেই ডাকা হয়। আর এটি বিশাল শক্তি আর বহন ক্ষমতার জন্যই পরিচিত। উল্লেখ্য, এর আগে এই রকেট CMS-03 নামের 8.8 টন ওজনের ভারতের সবথেকে ভারী স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উত্থাপিত করেছিল।

জানিয়ে রাখি, ব্লুবার্ড-6 তৈরি করেছে আমেরিকার টেক্সাস ভিত্তিক কোম্পানি AST SpaceMobile Inc. যা পৃথিবীর যে কোনও দূরবর্তী এলাকাতেও সাধারণ মোবাইল ফোনে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিতে কাজ করছে। স্যাটেলাইটটি ইতিমধ্যেই অক্টোবর মাসে আমেরিকা থেকে ভারতে আনা হয়েছে। এরপর শ্রী হরিকোটায় তার ফাইনাল টেস্টিং হবে। তারপর ফুয়েলিং এবং LVM3 এর সঙ্গে ইন্টিগ্রেশন করা হচ্ছে।

ব্লুবার্ড-6 এর মূল বিশেষত্ব

জানা গিয়েছে, এতে 2400 বর্গফুটের বিশাল ফেজড-অ্যারে অ্যান্টেনা থাকবে, যা LEO কক্ষপথে বিশ্বের সবথেকে বড় বাণিজ্যিক অ্যান্টেনা হতে চলেছে। আর এটি ব্লুবার্ড-1 ও 5 এর তুলনায় তিনগুণ বড় হবে। পাশাপাশি ডেটা সমর্থ্য হবে আগের মডেলের তুলনায় দশগুণ বেশি। এমনকি এটি দূরবর্তী এবং ইন্টারনেট বঞ্চিত এলাকাগুলিতে মোবাইল ফোনে হাইস্পিডের ব্রডব্যান্ড সরবরাহ করবে।

আরও পড়ুন: ৯৫ বলে ১৭১! UAE-র বিপক্ষে বিধ্বংসী ইনিংস খেললেন বৈভব সূর্যবংশী

এবার যদি আমরা ভারতের রকেট LVM3 নিয়ে কথা বলি, তাহলে এটির ওজন হবে 640 টন, আর উচ্চতা 45.5 মিটার। পাশাপাশি এটি 8000 কেজি পর্যন্ত পে-লোড পৃথিবীর নিম্ন কক্ষপথে এবং 4000 কেজির পে-লোড GTO কক্ষপথে পাঠাতে পারবে। তিন ধাপের এই রকেটের উৎক্ষেপণ বাণিজ্যিকভাবে পরিচালনা করবে নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড। তাই এখন শুধুমাত্র আগামী 15 ডিসেম্বরের অপেক্ষা।

Leave a Comment