বিক্রম ব্যানার্জী, কলকাতা: সামনের দেশগুলিকে ধাক্কা দিয়ে এশিয়া পাওয়ার ইনডেক্স 2025 এর তালিকায় (Asia Power Index 2025) তৃতীয় স্থানে উঠে এল ভারত। এদেশের আগে রয়েছে শুধুমাত্র আমেরিকা এবং চিন। আর এমন সাফল্যের পর এশিয়ার বুকেও বড় নজির গড়ল নয়া দিল্লি। তাতে শত্রুরা যে কিছুটা হলেও মুখ কালো করবে সে কথা বলার অপেক্ষা রাখে না!
কী এই এশিয়া শক্তি সূচক?
অনেকেই আসলে জানেন না, এশিয়া পাওয়ার ইনডেক্স বা শক্তি সূচক কী! সে প্রসঙ্গে বলি, এশিয়ার শক্তি সূচক হল এমন এক সূচক যেখানে মূলত একটি দেশের বিভিন্ন ক্ষেত্রের ক্ষমতা পরীক্ষা করে, এক কথায় একটি দেশের সার্বিক দিক মূল্যায়নের পর তাকে পয়েন্ট দেওয়া হয়। অস্ট্রেলিয়ার লোউই ইনস্টিটিউট দেশগুলির সামরিক ক্ষমতা এবং প্রতিরক্ষা নেটওয়ার্ক, অর্থনৈতিক সক্ষমতা, কূটনৈতিক সম্পর্ক, সাংস্কৃতিক দিক, সামাজিক অবস্থান সহ একাধিক দিক দেখার পাশাপাশি আগামী দিনে ওই দেশ কতটা সম্পদের বন্দোবস্ত করতে পারছে এমন 8টি যোগ্যতার মাপকাঠি বিচার করে পয়েন্ট দিয়ে থাকে।
৩ নম্বরে উঠে এল ভারত
বলাই বাহুল্য, বিভিন্ন দিক খতিয়ে দেখে মোট 27টি দেশকে এশিয়া পাওয়ার ইনডেক্স তালিকায় জায়গা দিয়েছে অস্ট্রেলিয়ার লোউই ইনস্টিটিউট। সেই তালিকাতেই গর্বের সাথে তিন নম্বরে জায়গা করে নিয়েছে ভারত। আপাতত আমেরিকা এবং চিনের পেছনে থাকলেও অনেকেই বলছেন আগামী বছরগুলির মধ্যে ভারত দ্বিতীয় স্থান দখল করতে পারে। ফার্স্ট পোস্টের রিপোর্ট অনুযায়ী, এবারের তালিকায় শীর্ষে থাকা আমেরিকা পেয়েছে 81.7 পয়েন্ট। অন্যদিকে 73.7 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে চিন।
অবশ্যই পড়ুন: ১০ বছর বেসরকারি চাকরিতে EPFO থেকে কত টাকা পাবেন পেনশন? রইল হিসেব
না বললেই নয়, গত বছরের তুলনায় এশিয়া পাওয়ার ইনডেক্সে 2 পয়েন্ট বেড়ে 40 পয়েন্ট পেয়েছে ভারত। তবে এই পয়েন্ট প্রথম দুয়ে থাকা আমেরিকা এবং চিনের তুলনায় যে অনেকটাই কম সেকথা আলাদা করে বলার অবকাশ রাখে না। শুধু তাই নয়, পয়েন্টের এত ফারাক, উন্নত দেশের তুলনায় শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতি, স্বাস্থ্য সহ নানান দিক থেকে ভারত যে পিছিয়ে সেটাই প্রকাশ করে। এই তিন দেশ ছাড়া বাকি 24টি দেশ পয়েন্টের নিরিখে অনেকটাই পেছনে। তবে আমেরিকা এবং চিনের পরে জায়গা