আমেরিকা নয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে ভারত! মোদিকে ফোনে কাতর আর্জি জেলেনস্কির

Modi-Zelenakyy conversation before SOC meeting

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার চিনের তিনজিয়ানে 25তম সাংহাই সহযোগিতা পরিষদের বৈঠকে ব্যস্ত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের শি জিনপিং, উত্তর কোরিয়ার কিম জং উন সহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানেরা।

আর এই ব্যস্ততার মাঝে সময় করে বন্ধু পুতিনের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সারবেন নরেন্দ্র মোদি। আর সেই ঘটনার ঠিক আগেই অর্থাৎ শনিবার প্রধানমন্ত্রীকে ফোন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেন্সকি (Modi-Zelensky Conversation)। জানা যাচ্ছে, ভারতের চৌকিদারের কাছে তাঁর কাতর আর্জি, তিনি যেন রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় পদক্ষেপ নেন। গতকাল এই খবর নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর দপ্তর।

সংঘাত মেটাতে ভারতই এখন ভরসা ইউক্রেনের

মুখে বড় বড় বাতেলা দিয়েও কাজের কাজ কিছুই করতে পারেননি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কয়েকবার সর্বসমক্ষে রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে মুখ খুলে ছিলেন আমেরিকার শাসক। ট্রাম্পকে বহুবার বলতে শোনা গিয়েছে, আমি এই সংঘাত বন্ধ করব! কিন্তু শেষ পর্যন্ত সেই আশায় জল ঢেলেছেন পুতিন। গত 15 আগস্ট আলাস্কার অ্যাঙ্কোরেজে পুতিনের সাথে একটি বড় বৈঠক সারেন প্রেসিডেন্ট ট্রাম্প।

আর এই বৈঠকেই রুশ প্রেসিডেন্টকে বুঝিয়ে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করে কৃতিত্ব ফলাতে চেয়েছিলেন ট্রাম্প। তবে সেই উদ্দেশ্য সফল হয়নি তাঁর। যুদ্ধবিরতি ছাড়া বাকি সব কথা বলে দেশে ফিরে গিয়েছিলেন ভ্লাদিমির।

আর এরপর থেকেই আমেরিকাকে পাশ কাটিয়ে ভারতেই ভরসা করতে শুরু করেছেন জেলেন্সকি। আসলে ইউক্রেন প্রেসিডেন্ট মনে করেন, ভারতই একমাত্র দেশ যার কথা শুনবে রাশিয়া। মূলত সে কারণেই, দু’দেশের দীর্ঘদিনের সংঘাতে দাড়ি টানতে এবার মোদির পদক্ষেপ আশা করছেন ইউক্রেনের শাসক।

অবশ্যই পড়ুন: বিহারে মহাগঠবন্ধন না বিজেপির সরকার? সমীক্ষায় উঠে এল চমকপ্রদ তথ্য

প্রসঙ্গত, শনিবার সংঘাত বন্ধ করতে ফোনালাপে প্রধানমন্ত্রী মোদির কাছে অনুরোধ রাখার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কি তাতে লিখেছেন, যুদ্ধ বন্ধ করতে এক পায়ে রাজি ইউক্রেন! কিন্তু মস্কোর তরফে এ নিয়ে কোনও ইতিবাচক সংকেত নেই। আমরা জানি, ভারত আমাদের পাশে আছে।

যুদ্ধ বন্ধ করতে চায় তারাও। আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই। তাঁর সাথে আমার ফোনে কথা হল। চিনে এসসিও বৈঠকের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে আলাদাভাবে বৈঠকের সময় তিনি যুদ্ধ বন্ধের বিষয়ে কথা বলবেন বলেই আশ্বাস দিয়েছেন। ইউক্রেন প্রেসিডেন্টের সাথে ফোনালাপের খবর নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিও।

 

Leave a Comment