বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান-ইজরায়েল সংঘাত হোক কিংবা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ! বিশ্বব্যাপী অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলেই অপরিশোধিত তেল নিয়ে মাথা যন্ত্রণা বেড়ে যায় অনেকেরই। আসলে যুদ্ধ যুদ্ধ আবহে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে তার প্রভাব সরাসরি গিয়ে পড়ে বিশ্ব অর্থনীতিতে। আর এই অর্থনীতির মেরুদন্ড বলা যায় আমদানি-রপ্তানি শিল্পকে।
আর সেই ক্ষেত্রে প্রথমেই নাম আসে অপরিশোধিত তেলের। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতায় তেল নিয়ে বড় ধরনের কোনও সমস্যা না হলেও তেলের গুরুত্ব ফের আবারও বুঝে গিয়েছেন বিশ্ববাসী। তবে অনেকেই হয়তো জানেন না, বিশ্বে এমন একটি দেশ রয়েছে যার মোট তেলের মজুদ হার মানাবে, আমেরিকা, রাশিয়া, ইরান ও সৌদি আরবের মতো বৃহৎ তেল রপ্তানিকারক দেশগুলিকেও। হ্যাঁ! নাম জানলে হয়তো ভিমড়ি খেতে পারেন।
সবচেয়ে বেশি অপরিশোধিত তেল রয়েছে এই দেশটিতে
একাধিক আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী, তেল উৎপাদনের নিরিখে আমেরিকা, রাশিয়া, ইরান, সৌদি আরব ও চিনের মতো দেশগুলি এগিয়ে থাকলেও বিশ্বে এমন একটি দেশ রয়েছে যার তেলের মজুদ সবচেয়ে বেশি। হ্যাঁ, বলে দিই, বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশের তুলনায় সবচেয়ে বেশি তেল রয়েছে ভেনেজুয়েলার। আর সেই কারণেই এটি বিশ্বের সবচেয়ে বড় তেল সমৃদ্ধ দেশ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভেনিজুয়েলায় বর্তমানে 303,008 মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল মজুদ রয়েছে। তবে দুঃখের বিষয়, তেলের হিসেবে অনেকটা এগিয়ে থাকা সত্ত্বেও ভেনিজুয়েলার অর্থনৈতিক অবস্থা একেবারে নগণ্য। আসলে দেশটির 80 শতাংশেরও বেশি মানুষ দারিদ্র সীমায় বসবাস করেন। যার অন্যতম কারণ, বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির হার সহ শীর্ষ 5 দেশের তালিকায় নাম রয়েছে ভেনিজুয়েলার।
ভেনিজুয়েলার পর সবচেয়ে বেশি তেল মজুদ রয়েছে এই দেশেগুলির
সবচেয়ে বেশি অপরিশোধিত তেল মজুদ রেখে তেল সমৃদ্ধ দেশের তালিকায় শীর্ষে রয়েছে ভেনিজুয়েলা। তবে ভেনেজুয়েলার ঠিক পরেই নাম রয়েছে সৌদি আরবের। হ্যাঁ, 2023 সালের রিপোর্ট অনুযায়ী, এই দেশটিতে 267,230 মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল মজুদ রয়েছে।
বলা বাহুল্য, সবচেয়ে বেশি তেল মজুদ করা দেশগুলির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইরান, ইজরায়েলের এই শত্রু দেশটির কাছে 208,600 মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল রয়েছে। একইভাবে সবচেয়ে বেশি তেল মজুদ করে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ইরাক ও সংযুক্ত আরব আমিরাত। তাছাড়াও শীর্ষ দশের তালিকায় নাম রয়েছে কানাডা, কুয়েত ও লিবিয়ারও
অবশ্যই পড়ুন: উত্তর-পূর্ব ভারতে হামলার ছক! গোপনে বাংলাদেশে ঢুকল পাকিস্তান, চলছে বিরাট ষড়যন্ত্র
উল্লেখ্য, বিশ্বের সর্বোচ্চ তেল রপ্তানিকারক দেশগুলির তালিকায় প্রথম সারিতে নাম থাকলেও সবচেয়ে বেশি তেল মজুদকারী দেশগুলির প্রথম দশের তালিকায় নাম নেই রাশিয়া, আমেরিকা কারোরই। একইভাবে, সবচেয়ে বেশি তেল মজুদকারী দেশের প্রথম দশের তালিকায় নাম নেই ভারতেরও। তবে এ কথা ঠিক যে, যুদ্ধ পরবর্তী পরিস্থিতির কথা মাথায় রেখে তেল রিজার্ভের সংখ্যা বাড়াচ্ছে দিল্লি।