সৌভিক মুখার্জী, কলকাতা: গত মে মাসে অপারেশন সিঁদুরের সময় সমাজমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছিল। আর সেখানে দাবি করা হচ্ছিল যে, পাকিস্তান নাকি পাইলট শিবাঙ্গী সিংকে বন্দি করে ফেলেছে। তবে আজ আম্বালা বিমানঘাঁটিতে স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিংয়ের সঙ্গে ছবি তুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। তাও কোনও সাধারণ ছবি নয়, বরং পাকিস্তানের মিথ্যা প্রচারকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য একেবারে সিঁদুর যোদ্ধা হিসেবেই তিনি তাঁর পাশে দাঁড়ালেন।
দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ইতিহাস মুর্মুর
প্রসঙ্গত, বুধবার হরিয়ানার আম্বালা বিমানঘাঁটি থেকে রাফালে করে তিনি সওয়ার করেন। একেবারে সামরিক পোশাকেই যুদ্ধ বিমানে উঠে পড়েন তিনি। এদিন বেলা ১১ঃ২৭ মিনিট নাগাদ মূর্মুকে নিয়ে একটি রাফাল উড়ে যায়। পাশাপাশি অন্য একটি যুদ্ধবিমানে ছিলেন বায়ুসেনা প্রধান এপি সিং। উল্লেখ্য, এর আগে ২০১৩ সালের ৮ এপ্রিল অসমের তেজপুর বায়ুসেনা ঘাঁটি থেকে যুদ্ধবিমান চড়েছিলেন দ্রৌপদী মুর্মু। এমনকি তার আগে এই যুদ্ধবিমানের সফর করেছিলেন তাঁরই দুই পূর্বসূরী এপিজে আবদুল কালাম এবং প্রতিভা দেবী সিং পাটিল।
⚠️Propaganda Alert!
Beware of old images shared by pro-Pakistan handles in the present context!
An #old image showing a crashed aircraft is being circulated with the claim that Pakistan recently shot down an Indian Rafale jet near Bahawalpur during the ongoing #OperationSindoor… pic.twitter.com/LdkJ1JYuH0
— PIB Fact Check (@PIBFactCheck) May 7, 2025
বলাবাহুল্য, মে মাসে পহেলগাঁও হামলায় ২৬ জন ভারতীয় নিরীহ পর্যটকের মৃত্যু হয়। আর এর জবাবে ভারত অপারেশন সিঁদুর চালায় পাকিস্তানের উপর। এরপর পাকিস্তানী মিডিয়া ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি থেকে মিথ্যা খবর ছড়িয়ে পড়ে যে, তারা বেশ কয়েকটি ভারতীয় বিমান ভূপতিত করে দিয়েছে। এমনকি আরও দাবি করা হয় যে, শিবাঙ্গী সিংকে নাকি বন্দি করা হয়েছে। তবে রাষ্ট্রপতি মুর্মুর সাথে প্রকাশ্যে তাঁর এই ছবি বিশ্বের কাছে পাকিস্তানের মিথ্যা রটানোর মুখোশ একেবারে খুলে গেল।
আরও পড়ুনঃ ভারতে ১৯ বছরের নীচে জনসংখ্যা কমবে ৯%! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
এদিকে ২০২০ সালে ভারতীয় সেনাবাহিনীতে রাফাল যুদ্ধবিমান অন্তর্ভুক্তির পর অপারেশন সিঁদুর ছিল সবথেকে বড় অভিযান। এমনকি ভারতীয় বিমান বাহিনী নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানতেও সক্ষম হয়েছিল এর মাধ্যমে। তার ফলাফল পাকিস্তান হাতেনাতে টের পেয়েছে। তবে পাকিস্তানের তরফ থেকে দাবি করা হয়েছিল যে, ভারতীয় বায়ুসেনার তিনটি রাফাল নাকি গুঁড়িয়ে দিয়েছে তারা। কিন্তু শুরুতে ভারত মুখ না খুললেও পরে জানা যায়, তারা সম্পূর্ণ মিথ্যা রটিয়েছিল। তেমনই এক গুজব ছিল এই শিবাঙ্গী সিংকে নিয়ে, যে গুজবের ইতি টানলেন রাষ্ট্রপতি নিজেই।