আয়ে ছাপিয়ে গেল ‘কুলি’, ‘পুষ্পা’-কে! ১০ দিনে ‘ধুরন্ধর’ এর বক্স অফিস কালেকশন কত?

Dhurandhar Box Office Collection

সৌভিক মুখার্জী, কলকাতা: বলিউডের বক্স অফিসে এখন ঝড় তুলছে রণবীর সিং অভিনীত থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির মাত্র দশ দিনের মধ্যেই গোটা বিশ্ব জুড়ে ৫০০ কোটি টাকার ব্যবসা করে ইতিহাস গড়ে ফেলল আদিত্য ধর পরিচালিত এই ছবি। আর যত দিন গড়াচ্ছে, তত ছবির গতি বাড়ছে যা বলিউডের ইতিহাসে বিরল নজির। তবে আজকের দিনে দাঁড়িয়ে এই ছবির মোট বক্স অফিস কালেকশন কত (Dhurandhar Box Office Collection)?

দ্বিতীয় উইকেন্ডে রেকর্ড ভাঙল ‘ধুরন্ধর’

বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী, ‘ধুরন্ধর’ হিন্দি ছবির ইতিহাসে সবথেকে সফল দ্বিতীয় উইকেন্ড রেজিস্টার করেছে। হ্যাঁ, দ্বিতীয় রবিবারে শুধুমাত্র ভারতেই এই ছবিটি ৫৯ কোটি টাকা আয় করেছে। আর দ্বিতীয় উইকেন্ডে মোট আয় দাঁড়িয়েছে ১৪৪.৫০ কোটি টাকা, যা প্রথম উইকেন্ডের তুলনায় ৪০% বেশি। রিপোর্ট অনুযায়ী, দশ দিনে ভারতে এই ছবিটি মোট আয় করেছে ৩৫১.৭৫ কোটি টাকা। পাশাপাশি গ্রস আয় হয়েছে ৪২২ কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে, এই গতিতে চললে খুব শিগগিরই ছবিটি ৫০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলবে। এমনকি ৬০০ কোটির ক্লাবে ঢোকারও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিদেশের বাজারেও বিরাট কামব্যাক

উল্লেখ্য, প্রথম সপ্তাহে বিদেশি বাজারে ছবির শুরুটা খুব একটা ভালো হয়নি। কিন্তু মুখে মুখে প্রশংসা ধীরে ধীরে ছবিটিকে এগিয়ে নিয়ে গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ১০ দিনে বিদেশে ছবিটি ১২ মিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেছে। পাশাপাশি দ্বিতীয় উইকেন্ডে ৪.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। সবমিলিয়ে ‘ধুরন্ধর’ এর বিশ্বব্যাপী আয় এখন মোট ৫৩০ কোটি টাকা।

এদিকে রবিবার শুধু ৫০০ কোটির মাইলফলক ছুঁয়েই থেমে থাকেনি ‘ধুরন্ধর’। বরং, টপ ব্লকবাস্টার লাইফটাইম কালেকশনগুলোকেও ছাপিয়ে গিয়েছে। ‘ধুরন্ধর’ এর ৫৩০ কোটির আয় টপকে গিয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় মুভির। তার মধ্যে উল্লেখযোগ্য হল রজনীকান্তের ‘কুলি’ যেটি ৫১৮ কোটি টাকা আয় করেছিল, শাহরুখ খানের ‘ডাঙ্কি’ যেটির আয় হয়েছিল ৪৭০ কোটি টাকা, হৃত্বিক রোশনের ‘ওয়ার’ যেটির আয় হয়েছিল ৪৪৯ কোটি টাকা এবং আল্লু অর্জুনের ‘পুষ্পা’ যেটি আয় করেছিল ৩৬৫ কোটি টাকা।

আরও পড়ুন: পাকিস্তানি বাবা-ছেলে মিলে হামলা চালিয়েছিল অস্ট্রেলিয়ার বন্ডি বিচে, জঙ্গি যোগেরও সন্দেহ

এদিকে ২০২৫ সালে আপাতত ‘ধুরন্ধর’ এর সামনে শুধুমাত্র তিনটি ছবি রয়েছে। আর সেগুলি হল ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’ যেটি ৮৫২ কোটি টাকা আয় করেছে, ‘ছাভা’ যেটি আয় করেছে ৮০৮ কোটি টাকা এবং ‘সাইয়ারা’ যেটি আয় করেছে ৫৭৯ কোটি টাকা।

Leave a Comment