আরও কম খরচে আকাশপথে সিকিম, ১৪০০ টাকা কমল বাগডোগরা-গ্যাংটক হেলিকপ্টার ভাড়া

Bagdogra Gangtok Helicopter Fare

সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি আকাশপথে সিকিম (Sikkim) যাওয়ার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। এবার এক ধাক্কায় অনেকটাই কমল আকাশপথের ভাড়া। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। মূলত উৎসবের মরসুমে সিকিম এবং পশ্চিমবঙ্গের মধ্যে বিমান ভ্রমণকে আরও সাশ্রয়ী করার লক্ষ্যে, সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (STDC) গ্যাংটক-বাগডোগরা-গ্যাংটক রুটে হেলিকপ্টার ভাড়া (Bagdogra Gangtok Helicopter Fare) সংশোধন করেছে। একদিকের টিকিটের মূল্য ৪,৫০০ টাকা থেকে কমিয়ে ৩,১০০ টাকা করা হয়েছে।

গ্যাংটক-বাগডোগরা হেলিকপ্টার ভাড়া কমল

যদিও সরকারি অনুমোদনের পরপরই সংশোধিত ভাড়া কার্যকর হবে। কর্পোরেশন একটি নতুন ব্যাগেজ নীতিও বাস্তবায়ন করেছে। যাত্রীরা এখন থেকে ৭ কেজি পর্যন্ত ওজনের লাগেজ বিনামূল্যে বহন করতে পারবেন। এদিকে ৮ কেজি থেকে ১৫ কেজি পর্যন্ত লাগেজের জন্য, প্রতি কেজিতে ৫০ টাকা অতিরিক্ত ফি নেওয়া হবে। এছাড়াও ১৫ কেজির বেশি জিনিসপত্রের জন্য প্রতি কেজিতে ৫০০ টাকা শুল্ক ধার্য করা হবে।

খুশি পর্যটকরা

এসটিডিসি স্পষ্ট করে জানিয়েছে যে গ্যাংটক জয়রাইড এবং চার্টার্ড হেলিকপ্টার পরিষেবার ভাড়া অপরিবর্তিত রয়েছে। এদিকে, মেডিকেল ফ্লাইটের জন্য সংশোধিত হার ৭৭,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সকল কর্মক্ষম ইউনিটকে আপডেট করা ভাড়া এবং লাগেজ নিয়ম সম্পর্কে ব্যাপক জনসচেতনতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পর্যটকরা জেনারেল ম্যানেজারের অফিসে যোগাযোগ করে অথবা ভ্রমণ বিভাগ, বুর্টুক হেলিপোর্ট এবং বাগডোগরার হেলিকপ্টার সার্ভিস কাউন্টারে টিকিট কাউন্টার পরিদর্শন করে অতিরিক্ত তথ্য জানতে পারেন। এমনিতে শীত পড়ে গিয়েছে। আর এই সময়ে এমন বহু মানুষ আছেন যারা হয় সিকিম নয়তো দার্জিলিং -এর উদ্দেশ্যে রওনা দেবেন। এহেন পরিস্থিতিতে এমন ভাড়া কমানো স্বাভাবিকভাবেই উপকৃত হবেন পর্যটকরা।

Leave a Comment