সহেলি মিত্র, কলকাতা: বাংলার সাধারণ রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। লোকাল ট্রেনে ভ্রমণ হবে আরও আরামের। আসলে রেলের তরফে আরও একগুচ্ছ এসি লোকাল (AC Local Train) চালানোর ঘোষণা করা হয়েছে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। পূর্ব রেলওয়ে, বিশেষ করে হাওড়া বিভাগে, লোকাল ট্রেনগুলির দক্ষতা এবং সময়ানুবর্তিতা উন্নত করার জন্য পরিকল্পনা করছে, বলে শুক্রবার জানিয়েছেন পূর্ব রেলের জিএম মিলিন্দ দেউসকর। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
আরও ৫টি এসি লোকাল চালানোর ঘোষণা করল রেল
কলকাতায় আইসিসির তৃতীয় রেল ইন্ডিয়া ফোরামের ‘গ্রিনিং দ্য রেলস, পাওয়ারিং দ্য ন্যাশন’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পূর্ব রেলের জিএম বলেন, “আমরা যাত্রীবাহী ট্রেনের, বিশেষ করে শহরতলির স্থানীয় ট্রেনগুলির সময়ানুবর্তিতা উন্নত করার জন্য ব্যবস্থা নিচ্ছি।” তিনি স্থানীয় ট্রেনগুলির জন্য যআরও উন্নত মানের ট্র্যাক স্থাপনের কথা উল্লেখ করেন যাতে জেলাগুলি থেকে অফিসগামীরা সময়মতো শহরে তাদের কর্মস্থলে পৌঁছাতে পারেন।
তিনি জানান, “আমরা ২০০টি সাবার্বান ইএমইউ ট্রেন (স্থানীয়) কে অগ্রাধিকার দিচ্ছি, যেগুলিকে যাই হোক না কেন একটি সবুজ চ্যানেল দেওয়া হবে। যদি কোনও মালবাহী ট্রেন একই ট্র্যাকে থাকে, তাহলে অগ্রাধিকার তালিকার ট্রেনগুলি এগিয়ে যাওয়ার সংকেত পাবে। আমাদের মালবাহী ট্রেনের পাশাপাশি মানুষের কথাও ভাবতে হবে। লোকাল ট্রেন তাদের জন্য লাইফলাইন।” তিনি বলেন, “শিয়ালদহ বিভাগে লোকাল ট্রেন চলাচল অনেকাংশে সহজলভ্য করা হয়েছে। এখন শিয়ালদহ বিভাগে এসি পরিষেবা পাওয়া যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে হাওড়া বিভাগেও একই ধরণের পরিষেবা চালু করার জন্য আমরা আরও পাঁচটি এসি রেকের জন্য অনুরোধ করেছি। ”
কোন শাখায় ট্রেন চলবে?
হাওড়া-বর্ধমান এবং হাওড়া-ব্যান্ডেল সেকশনে এসি পরিষেবা চালানো হবে কিনা জানতে চাইলে জিএম বলেন, “যাত্রীর চাপ এবং চাহিদার উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।” “রেল পরিবেশন” বিষয়ক অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন KoPT-এর চেয়ারম্যান রথেন্দ্র রমন, RVNL-এর প্রধান প্রকল্প ব্যবস্থাপক বিপিন কুমার, ICC জাতীয় বিশেষজ্ঞ কমিটি-রেলওয়ের চেয়ারম্যান বিকাশ লোহিয়া, মেট্রো রেলওয়ের কর্মকর্তা অসীম মজুমদার (প্রধান বৈদ্যুতিক ইঞ্জিনিয়ার) এবং মনীশ জৈন (প্রধান নিরাপত্তা কর্মকর্তা)।