আরবে গিয়ে ভিক্ষাবৃত্তি, ৫৬ হাজার পাকিস্তানি ভিখারিকে ফেরত পাঠাল সৌদি সরকার!

Saudi Arabia on Pakistani Beggar

সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বজুড়ে একের পর এক করুণ দুর্দশার ছবি পাকিস্তানের। এবার সৌদি আরব ৫৬ হাজার ভিখারিকে ফেরত পাঠাল কাঙালের দেশে (Saudi Arabia on Pakistani Beggar)! হ্যাঁ, বিগত বছরের মতোই এবারও পাকিস্তানি ভিখারিদের প্রত্যর্পণ করছে সৌদি সরকার। সম্প্রতি দেশের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা তৈরি করেছিল পাকিস্তান। সেই সঙ্গে বিদেশি সরকারগুলির প্রতি কঠোর সতর্কবার্তাও রয়েছে। কিন্তু তা সত্ত্বেও হাজার হাজার পাকিস্তানি ভিক্ষা করার জন্য বিদেশে ভ্রমণ করছে। সেমতাবস্থায় সৌদি আরব এবার বড় সিদ্ধান্তের পথে হাঁটল।

২০২৩ সালের রিপোর্ট

জানিয়ে রাখি, ২০২৩ সালে একটি আন্তর্জাতিক রিপোর্ট প্রকাশিত হয়েছিল। আর সেখানে দাবি করা হয় যে, বিদেশে যত সংখ্যক ভিখারি গ্রেফতার হয়েছে, তার মধ্যে ৯০ শতাংশ শুধুমাত্র পাকিস্তানি। এমনকি মক্কার মসজিদ চক্র থেকে যে সমস্ত পকেটমার ধরা পড়ে, তাদের মধ্যেও সিংহভাগ পাকিস্তানি। বছরের পর বছর ধরেই এই সমস্যা চলে আসছে। পাকিস্তান অনেক আগে তা স্বীকারও করে নিয়েছে। এমনকি পাকিস্তান সরকার সৌদিকে আশ্বাস দিয়েছিল যে, মাফিয়া চক্রের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু সেরকম কোনও সুরহা মেলেনি।

এদিকে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি দাবি করেছিল যে, তারা এই চক্র সম্পূর্ণ নির্মূল করার চেষ্টা করছে। রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে সংগঠিত ভিক্ষুক চক্রগুলার বিদেশ যাত্রা আটকানোর জন্য ৬৪ হাজার ১৫৪ জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকেই একের পর এক অভিযান চালিয়ে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ৫৬ হাজার নাগরিককে পাকিস্তানে সরাসরি ফেরত পাঠালে সৌদি সরকার। আর এ থেকেই স্পষ্ট ইঙ্গিত মেলে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলোতে পাকিস্তানের ভিক্ষাবৃত্তি কীভাবে মাথাচাড়া দিয়ে উঠছে।

আরও পড়ুন: প্রথম দিনেই ৭০ হাজার+ বুকিং! লঞ্চের পর বিরাট রেকর্ড গড়ল Tata Sierra

বাস্তবের রিপোর্ট কী বলছে?

সদ্য প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত চক্রগুলি এখনও পর্যন্ত সক্রিয়। এর মধ্যে সবথেকে বড় ধাক্কা এসেছে সংযুক্ত আরব আমিরশাহী থেকেই। কারণ, গত মাসে দুবাই থেকে বেশিরভাগ পাকিস্তানি নাগরিকের ভিসা বন্ধ করা হয়েছে। আর সেক্ষেত্রে স্পষ্ট বলা হয়েছিল যে, আরব আমিরশাহীতে একাধিক পাকিস্তানি অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়াচ্ছে এবং ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত যা আইন শৃঙ্খলার জন্য উদ্বেগের কারণ। ঠিক তার পরপরই এবার সৌদি আরব বড়সড় পদক্ষেপ নিল।

Leave a Comment