আর্মি স্কুলে গ্রাজুয়েশন পাসে শিক্ষক নিয়োগ! জেনে নিন আবেদন প্রক্রিয়া

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। সম্প্রতি দেশের আর্মি ওয়েলফার এডুকেশন সোসাইটির তরফ থেকে হাজারের বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের (AWES Teacher Recruitment 2025) বিজ্ঞপ্তি জারি হয়েছে। আর্মি স্কুলগুলিতে PGT, TGT ও PRT পদে নিয়োগ করা হবে। তাই যারা শিক্ষকতাকে প্যাশন বলে মনে করেন, তাদের জন্য এটি হতে চলেছে একেবারে সুবর্ণ সুযোগ। শুধু তাই নয়, এই পদে চাকরি পেলে শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন।

কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, বেতন কাঠামো কী রয়েছে, আবেদন কীভাবে করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত খুঁটিনাটি তথ্য পেতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ

আর্মি ওয়েলফার এডুকেশন সোসাইটির তরফ থেকে পোস্ট গ্রাজুয়েট টিচার, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার এবং প্রাইমারি টিচার পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। তবে হ্যাঁ, শূন্যপদ সংক্রান্ত কোনও তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে, 

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

জানা যাচ্ছে, PGT পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের পোস্ট গ্রাজুয়েশনে 50% নম্বর থাকতে হবে এবং B.Ed.-এ 50% নম্বর থাকতে হবে। তবে TGT ও PRT পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের গ্রাজুয়েশনে 50% নম্বর এবং B.El.Ed. / D.El.Ed. করে থাকতে হবে।

বয়স সীমা কত চাওয়া হয়েছে?

এই পদগুলিতে আবেদন করার জন্য ফ্রেসারস চাকরিপ্রার্থীদের সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে 40 বছর। তবে অভিজ্ঞ চাকরিপ্রার্থীদের সর্বোচ্চ 40 থেকে 45 বছর বয়স চাওয়া হয়েছে। তবে এখানে সরকারি নিয়ম অনুযায়ী কোনোরকম বয়সের ছাড় দেওয়া হবে না।

বেতন কাঠামো

এই পদগুলোতে চাকরি পেলে আর্মি ওয়েলফার এডুকেশন স্কুলের পক্ষ থেকেই নির্ধারিত নিয়ম অনুযায়ী বেতন ঠিক করা হবে। তবে প্রতিটি স্কুলে বেতন কিছুটা ভিন্ন ভিন্ন হতে পারে। নিয়মিত পদে বেতনের পাশাপাশি অন্যান্য ভাতাও যুক্ত হবে।

নিয়োগ প্রক্রিয়া

যোগ্য এবং আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইন স্ক্রীনিং টেস্ট, ইন্টারভিউ, টিচিং স্কিল এবং কম্পিউটার দক্ষতার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। তবে হ্যাঁ, সবশেষে পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট করা হতে পারে।

আবেদন পদ্ধতি

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে চান, তাদেরকে awes-guide.stage.smartexams.in ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে। উল্লেখ্য, আবেদন করার আগে অবশ্যই অনলাইনে আবেদন ফি প্রদান করতে হবে এবং সেক্ষেত্রে প্রতিটি পদের জন্য 385 টাকা করে ফি দিতে হবে।

আরও পড়ুনঃ ২০ হাজার টাকার বেশি নগদ লেনদেন বেআইনি! ঐতিহাসিক রায় কেরালা হাইকোর্টের

গুরুত্বপূর্ণ তারিখ

এই পদে আবেদন শুরু হয়েছে গত 5 জুন, 2025 থেকে এবং আবেদন চলবে আগামী 16 আগস্ট, 2025 তারিখ পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

অফিসিয়াল নোটিফিকেশন- ডাউনলোড করুন

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Leave a Comment