আর চিন্তা নেই, কমতে চলেছে বাড়ি তৈরির খরচ! বড় পদক্ষেপ রেলের

Indian Railways Freight Policy Change cement price will reduce

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাড়ি তৈরিতে কমছে খরচ। দেশের নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের পকেটের কথা চিন্তা করে এবার বিরাট পদক্ষেপ নিল ভারতীয় রেলওয়ে (Indian Railways Freight Policy Change)। দেশের সকলেই যাতে পাকা ঘর বানাতে পারেন সেজন্য গতকাল অর্থাৎ মঙ্গলবার এক বড়সড় ঘোষণায় এসেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের তরফে। তাতে বেশ স্বস্তি পেয়েছে আমজনতা। কিন্তু নতুন কী ঘোষণা করল ভারতীয় রেল?

কমতে চলেছে বাড়ি তৈরির খরচ!

DD News এর এক প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মঙ্গলবার জানিয়েছেন, ভারতীয় রেল এবার থেকে সিমেন্ট পরিবহনের ক্ষেত্রে একেবারে নতুন রেট চালু করতে চলেছে। আর সেই রেট চালু হয়ে গেলে এক ধাক্কায় গোটা দেশে সিমেন্ট পরিবহনের খরচ অনেকটাই কমে যাবে। যার ফলে কম দামে সিমেন্ট কিনতে পারবেন দেশের নাগরিকরা। তাতে বাড়ি তৈরিতে মোটা অঙ্ক থেকে অনেকটাই বেঁচে যাবে।

একাধিক রিপোর্ট অনুযায়ী, ভারতীয় রেলের তরফে দেশজুড়ে সিমেন্ট পরিবহনের ক্ষেত্রে নতুন রেট চালু করা হলে বাল্ক সিমেন্ট পরিবহনের জন্য প্রতি জিটিকেএমে 90 পয়সা করে ধার্য করা হবে। প্রতি গ্রস টন কিলোমিটার সিমেন্টে 90 পয়সা মানে 1 টন ওজন 1 কিলোমিটার টেনে নিয়ে যেতে যা খরচ সসেটাই জিটিকেএম। না বললেই নয়, এই নিয়মের ক্ষেত্রে ট্রেনের কোচ এবং ইঞ্জিনের ওজনও ধরা হয়ে থাকে। সবমিলিয়ে সিমেন্ট পরিবহনের খরচ অনেকটাই কমাতে চলেছে ভারতীয় রেলওয়ে।

এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মঙ্গলবার ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “বাড়ি তৈরির ক্ষেত্রে অন্যতম প্রয়োজনীয় উপাদান সিমেন্ট। যার দাম বেশি থাকায় মধ্যবিত্ত পরিবারের পক্ষে সেটা কেনাটা যথেষ্ট কষ্টসাধ্য হয়ে থাকে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে হেঁটে আমরা যে পদক্ষেপ নিয়েছি তাতে এই খরচ অনেকটাই কমবে।” এদিন রেলমন্ত্রী এও বলেন, নতুন নীতিতে বহু যুগ ধরে চলে আসা জটিল স্ল্য চার্জিং ব্যবস্থা বাতিল হয়েছে। বদলে সরল এবং সমান রেট বসানো হয়েছে সিমেন্ট ট্রান্সপোর্টে।

অবশ্যই পড়ুন: দু’দিন শিয়ালদা লাইনে বাতিল থাকবে বহু লোকাল ট্রেন, রইল তালিকা

প্রসঙ্গত, দেশবাসীর সুবিধার কথা মাথায় রেখে সিমেন্ট পরিবহনের ক্ষেত্রে নতুন রেট চালু করার পাশাপাশি আরও বেশ কিছু ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেলওয়ে। জানা গিয়েছে, ভারতীয় রেল ইতিমধ্যেই বিশেষ ট্যাঙ্ক কন্টেনার তৈরি করে ফেলেছে। এই কন্টেনারের মাধ্যমেই সরাসরি সিমেন্টের ফ্যাক্টরি থেকে সিমেন্ট তুলে তা রেল ব্যবস্থার দৌলতে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া যাবে।

Leave a Comment