আর ধৰ্মতলার L20 বাসস্ট্যান্ড থেকে মিলবে না বাস, রইল নতুন ঠিকানার সন্ধান

dharmatala bus stand

সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি রোজ বাসে করে ভ্রমণ করেন? এসপ্ল্যানেড থেকে বাসে ওঠেন? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। প্রশাসনের তরফে এবার বিখ্যাত L20 বাসস্ট্যান্ড (Dharmatala Bus Stand) সরিয়ে ফেলা হচ্ছে ধৰ্মতলা থেকে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। অর্থাৎ এবার থেকে বাস ধরার জন্য আপনাকে অন্যদিকে যেতে হবে। মূলত মেট্রোর পার্পেল লাইন অর্থাৎ জোকা বিবাদী বাগ মেট্রোর কাজের জন্য এই বাসস্ট্যান্ডটিকে অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়েছে বলে খবর।

ধৰ্মতলা থেকে সরছে L20 বাসস্ট্যান্ড

এর আগে জানা গিয়েছিল এসপ্ল্যানেডের আরআর অ্যাভিনিউয়ের কাছে অবস্থিত জনপ্রিয় সরকারি বাস স্ট্যান্ডটি নিউ ডাফরিন রোডের বিপরীতে একটি খালি পার্কে স্থানান্তরিত করা হতে পারে, যা নর্থ-সাউথ মেট্রোর এসপ্ল্যানেড স্টেশনের পাশে বিসি রায় মার্কেটের মধ্য দিয়ে প্রবেশপথ। এর ফাইল পার্পল লাইনের এসপ্ল্যানেড স্টেশনের জন্য জায়গা হবে। নতুন বাস স্ট্যান্ডটি এসপ্ল্যানেডের বিদ্যমান বাস স্ট্যান্ডের তুলনায় অনেক ছোট হবে হবে বলে খবর। এখন নিশ্চয়ই ভাবছেন নতুন বাসস্ট্যান্ডটি তাহলে কোথায় হবে?

কোথায় তৈরী হচ্ছে নতুন বাসস্ট্যান্ড?

এর জন্য বাস যাত্রীদের যেতে হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড স্টেশনের কাছে। L20 স্ট্যান্ডের নাম হয়েছে ‘এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড অফ স্টেট গভর্নমেন্ট বাস’। ইতিমধ্যেই আলোয় সেজে উঠেছে নয়া স্ট্যান্ড। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ ডিসেম্বর প্রথম ধাপে ডব্লুবিটিসি, এনবিএসটিসি-র বাসগুলো সরে যাবে এখান থেকে। দ্বিতীয় ধাপে সরানো হবে এসবিএসটিসির বাসগুলো। যাত্রীদের সুবিধার জন্য ওয়েটিং রুম থেকে ফুড কোর্ট, শৌচাগার, শেড, এসি কাউন্টার সবই তৈরি হয়ে গিয়েছে।

জোরকদমে চলছে মেট্রোর কাজ

বেশ কয়েক মাস আগে জোকা-এসপ্ল্যানেড করিডোর (পার্পেল লাইন) প্রকল্প বাস্তবায়নকারী রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল) এবং কলকাতা পুলিশ এলাকাটি পরিদর্শন করে। গত বছর, আরভিএনএল কলকাতা পুলিশ প্যাডকের ভিতরে উপলব্ধ স্থানে এসপ্ল্যানেড স্টেশন নির্মাণ শুরু করেছিল। তবে, এসপ্ল্যানেডের প্রাণকেন্দ্রে অবস্থিত এল২০ বাস স্ট্যান্ডের দখলে থাকা ২,৯০০ বর্গমিটার এলাকা খালি না হলে তারা নির্মাণ কাজ এগিয়ে নিতে পারবে না। ময়দানের তত্ত্বাবধায়ক সেনাবাহিনীর কাছ থেকে বাসস্ট্যান্ডটি কার্জন পার্কে স্থানান্তরের অনুমোদন এখনও বাকি আছে। তাই, আরভিএনএল কর্মকর্তারা রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছিল যে তারা যেন এল২০ বাসস্ট্যান্ডটি অন্যত্র স্থানান্তরিত করে মেট্রো স্টেশন নির্মাণ শুরু করার অনুমতি পাবে।

Leave a Comment