বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 2026 মরসুমের আগেই রাজস্থান রয়্যালস ছাড়তে চান ভারতীয় তারকা সঞ্জু স্যামসন। সেই মর্মে, ইতিমধ্যেই দলের কাছে আবেদন জমা দিয়েছেন জাতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান।
রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই সঞ্জুকে দলে নিতে ঝাঁপিয়েছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। সেসব খবর মাথায় রেখেই দলের কাছে সঞ্জুর আবেদন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 19তম সংস্করণের নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়া হোক কিংবা অন্য কোনও দলের কাছে বিক্রি করা হোক।
🚨 CRICBUZZ REPORTS 🚨
Sanju Samson has formally asked Rajasthan Royals to trade or release him.
The IPL franchise has explored options, including with CSK, who’ve shown interest.
But RR aren’t keen on an all-cash one-way deal.
For now, the standoff continues. pic.twitter.com/z8alNVE9yT
— Cricbuzz (@cricbuzz) August 7, 2025
তবে জানা যাচ্ছে, নতুন মরসুমের আগেই সঞ্জুর দলবদল নির্ভর করছে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর। বেশ কয়েকটি রিপোর্ট বলছে, অধিনায়ক আর দলে থাকতে চাইছেন না, তাতে বেজায় চাপে পড়ে গিয়েছে RR। এমতাবস্থায়, ভারতীয় তারকাকে তারা আদৌ ছাড়বে কিনা তা নিয়েও বাড়ছে সংশয়।
কেন রাজস্থানে থাকতে নারাজ সঞ্জু?
2013 সাল থেকে রাজস্থান দলের সাথে সম্পর্ক সঞ্জুর। তবে 2021 সালে পৌঁছে দলটির অধিনায়ক হয়েছেন তিনি। সেই থেকে আজ পর্যন্ত ভারতীয় তারকাকে ছাড়া আর কাউকেই সেনাপতির আসন ছাড়েনি RR কর্তৃপক্ষ।
তবে বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের সাথে দূরত্ব তৈরি হয় সঞ্জু স্যামসনের। সূত্রের খবর, সময় যত গড়িয়েছে সেই দূরত্ব বেড়েছে বই কমেনি।
শোনা যায়, গত মরসুমে কোচ রাহুল দ্রাবিড়ের সাথে মতবিরোধ দেখা দিয়েছিল সঞ্জুর। আর এরপর থেকেই দল ছাড়তে একেবারে মরিয়া হয়ে ওঠেন ভারতীয় ক্রিকেটার। আপাতত যা খবর, 2026 IPL মরসুমে কোনও মতেই রাজস্থানের হয়ে খেলতে চাইছেন না সঞ্জু। তবে তা হলেও ভারতীয় তারকার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ভাগ্য নির্ভর করছে RR কর্তৃপক্ষের হাতেই।
অবশ্যই পড়ুন: পেকে গিয়েছে দাঁড়ি! বিরাট কোহলির নতুন লুক উদ্বেগ বাড়াল ভক্তদের, এবার কী …
উল্লেখ্য, রাজস্থানের সাথে 2027 সাল পর্যন্ত চুক্তি রয়েছে সঞ্জু স্যামসনের। শেষবারের মতো 18 কোটি টাকা দিয়ে তাঁকে দলে রেখেছিল RR ফ্রাঞ্চাইজি। তবে এই মুহূর্তে দল ছাড়তে চান ভারতীয় ক্রিকেটার। সাধারণত নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট মেয়াদের আগে সংশ্লিষ্ট দল যদি চায় সেক্ষেত্রে নিলামের আগে প্লেয়ারকে ছেড়ে দিতে পারে। তবে রাজস্থানের তরফে এখনও পর্যন্ত তেমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সঞ্জুকে ধোনির বিকল্প হিসেবে পেতে চাইছে চেন্নাই। একইভাবে কলকাতা নাইট রাইডার্সও এই ভারতীয় ক্রিকেটারকে অধিনায়ক করতে চায়! তবে বাকি দলগুলি চাইলেও রাজস্থানের সিদ্ধান্ত ছাড়া কোথাও যেতে পারবেন না স্যামসন। যদিও একটি সূত্র বলছে, অন্যান্য দল যদি রাজস্থানের সাথে যোগাযোগ করে সেক্ষেত্রে অর্থের বিনিময়ে সঞ্জুকে ছেড়ে দিতে পারে তারা।