আর ১১ দিন নয়! গরমের ছুটি নিয়ে নয়া নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের! কত দিন বন্ধ থাকবে স্কুল?

Summer Vacation 2026

সহেলি মিত্র, কলকাতা: স্কুল পড়ুয়াদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। আগামী বছর অর্থাৎ ২০২৬ সাল থেকে একদম কম গরমের ছুটি (Summer Vacation) মিলবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড (WBBSE) আসন্ন ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি ১১ দিন থেকে কমিয়ে মাত্র ৬ দিন করার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। আসলে মঙ্গলবার পর্ষদ আগামী শিক্ষাবর্ষের ছুটির ক্যালেন্ডার প্রকাশ করেছে। নতুন নির্দেশিকা অনুসারে, গ্রীষ্মকালীন ছুটি ১১ মে থেকে ১৭ মে পর্যন্ত হবে।

গরমের ছুটিতে কাঁচি চালাল মধ্যশিক্ষা পর্ষদ

জানা গিয়েছে, এই নিয়ম রাজ্য জুড়ে সমস্ত WBBSE-অনুমোদিত স্কুলে প্রযোজ্য হবে। এই সিদ্ধান্ত সম্পর্কে বোর্ড বলছে যে এর ফলে পড়াশোনার সময় বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীদের শিক্ষাগত ক্ষতি কমবে। পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালীন ছুটি ১১ দিন থেকে কমিয়ে ছয় দিন করা হলেও, দুর্গাপুজো, কালীপুজো এবং ভাইফোঁটার জন্যও স্কুল পড়ুয়াদের ছুটি দেওয়া হয়েছে। এই উৎসবগুলিতে শিক্ষার্থীরা টানা ২৫ দিন ছুটি পাবে, যা শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের জন্যই একটি উল্লেখযোগ্য স্বস্তি।

উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৬-এ নতুন নিয়ম

অপরদিকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ (WBCHSE) ২০২৬ সালের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে, যার অনুসারে এখন থেকে প্রতিটি উত্তরপত্রের শেষ পৃষ্ঠায় পরীক্ষক বা পরিদর্শকের স্বাক্ষর বাধ্যতামূলক হবে। এই নিয়মটি প্রতিটি শিক্ষার্থীর জন্য প্রযোজ্য। সংসদের তরফে জানানো হয়েছে, স্বাক্ষরবিহীন উত্তরপত্র অবৈধ বলে বিবেচিত হতে পারে। এছাড়াও উত্তরপত্রে আর অতিরিক্ত পৃষ্ঠা থাকবে না। এর আগে শিক্ষার্থীরা প্রয়োজনে বেশি পেজ নিতে পারত, কিন্তু ২০২৬ সাল থেকে এই সুবিধা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের এখন তাদের প্রাপ্ত উত্তরপত্রে সম্পূর্ণ পত্র লিখতে হবে।

আরও পড়ুনঃ ১, ২, ৫, ১০, ২০ টাকার কয়েন বাতিল করল RBI? জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক

কাউন্সিলের মতে, শিক্ষার্থীরা প্রায়শই আরটিআই ফাইল করে দাবি করে যে তারা অতিরিক্ত উত্তর লিখেছে, কিন্তু তাদের কপি থেকে সেগুলি অনুপস্থিত। এই ধরনের ক্ষেত্রে, শেষ পৃষ্ঠায় স্বাক্ষর করলে এখন স্পষ্ট হয়ে যাবে যে কোনও পৃষ্ঠা আছে কিনা। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পরিষদ ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে ২০২৬ সালে মাধ্যমিক পরীক্ষায় কোনও বিতর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না। এরপরও যদি কোনও বিতর্কিত প্রশ্ন ওঠে, তাহলে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষককে জবাবদিহি করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

Leave a Comment