সারা বিশ্বে দ্রুত গতিতে বদলে যাচ্ছে জনসংখ্যার মানচিত্র। জনসংখ্যার গ্রাফ দৈনিক ঊর্ধ্বমুখী, আর সেই তালিকায় শীর্ষে রয়েছে ইসলাম (Muslim Growth In World)। সম্প্রতি এমনই একটি গবেষণা প্রকাশিত হয়েছে আমেরিকার PEW রিসার্চ সেন্টারের তরফ থেকে। আর সেই গবেষণায় উঠে আসা সংখ্যাই প্রমাণ দেবে আদতে সংখ্যালঘু নাকি সংখ্যাগুরু এই ইসলাম ধর্ম? শুধু তাই নয়, আগামী কয়েক বছরের মধ্যেই কি সারা বিশ্বে শাসন করতে পারে ইসলাম, হয়ে উঠতে পারে বিশ্বের বৃহত্তম ধর্ম? আজ সমস্ত তথ্য উদ্ঘাটন করবে India Hood।
শুরু করার আগে আপনাদের জানাবো এমন একটি তথ্য যা মাথা ঘুরিয়ে দেবে আপনার। সেটি হল – আজ সারা বিশ্বের যে সমস্ত দেশে মুসলিম সংখ্যা সবচেয়ে বেশি, তাতে তৃতীয় স্থানে রয়েছে ভারত!
চলুন প্রথমেই জেনে নিই বর্তমানে সারা বিশ্বের জনসংখ্যা কত, ও ধর্মের ভিত্তিতে কত জনসংখ্যা রয়েছে। বিভিন্ন তথ্য অনুযায়ী, বর্তমানে সারা বিশ্বের জনসংখ্যা ৮.২ বিলিয়ন, অর্থটা ৮২০ কোটি।
ক্রমানুযায়ী বিশ্বের বৃহত্তম ধর্ম জনসংখ্যা
১। খ্রিস্টান – ২২৭ কোটি থেকে ২৩৮ কোটি
২। ইসলাম – ১৯১ কোটি থেকে ২০২ কোটি
৩। কোন ধর্মের নয় এমন জনসংখ্যা – ১৯০ কোটি
৪। হিন্দু – ১১৬ কোটি থেকে ১১৮ কোটি
৫। বৌদ্ধ – ৩৩ কোটি
৬। ইহুদী – ১.৫ কোটি
৭। অন্যান্য – প্রায় ৬০ কোটি
তবে, গত ১০ বছরে অন্যান্য ধর্মের তুলনায় ইসলাম ধর্মের প্রসার ঘটেছে অত্যন্ত দ্রুত গতিতে। আমেরিকার PEW রিসার্চ সেন্টার দ্বারা সদ্য প্রকাশিত ওই গবেষণা অনুযায়ী, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা বেড়েছে প্রায় ৩৫ কোটি। অন্যদিকে, এই ১০ বছরে অধর্মী অর্থাৎ কোন ধর্ম অনুসরণ করে না এমন জনসংখ্যাও বেড়েছে চোখে পড়ার মতন। তৃতীয় সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে হিন্দু ধর্ম। ওই দশ বছরে হিন্দু ধর্মাবলম্বীদের জনসংখ্যা বেড়েছে প্রায় ১৩ কোটি। আর, ওই দশ বছরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ১২ কোটি।
তবে, এই সময়কালে বৌদ্ধ জনসংখ্যা কমেছে তীরের গতিতে। ওই গবেষণা অনুযায়ী, এই দশ বছরে প্রায় ১ কোটি ৯০ লক্ষ বৌদ্ধ জনসংখ্যা হ্রাস পেয়েছে। সার্বিক তথ্য অনুযায়ী, একদিকে সারা বিশ্বে মুসলিম জনসংখ্যা যেমন ৩৫ কোটি বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে অ-মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে মাত্র ২৫ কোটি।
আগামী ৩৫ বছরে বৃহত্তম ধর্ম হবে ইসলাম!
PEW রিসার্চ সেন্টারের গবেষণা অনুযায়ী, আগামী ৩৫ বছরে পাল্টে যাবে জনসংখ্যা বৃদ্ধির এই মানচিত্র। ২০৬০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ সারা বিশ্বে প্রায় ৩০০ কোটি মুসলিম থাকবে। অর্থাৎ, প্রতি ১০ জনের মধ্যে ৩ জন ব্যাক্তি হবেন মুসলমান। অর্থাৎ সামাজিক প্রেক্ষাপটে জনসংখ্যায় আধিপত্য লাভ করবে ইসলাম। পাশসাপাশি হয়ে উঠবে বিশ্বের বৃহত্তম ধর্মের দেশ।
ভারতে ইসলাম বৃদ্ধি
আমরা লেখার শুরুতেই জানিয়েছি মুসলিম জনসংখ্যার দেশ থেকে আমাদের দেশ তৃতীয় স্থানে রয়েছে। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা রয়েছে ইন্দোনেশিয়ায়। সেখানে মুসলিম ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় ২৪ কোটি। এরপর রয়েছে, পাকিস্তান। সেখানের মুসলিম জনসংখ্যা প্রায় ২২ কোটি ৭০ লক্ষ। এরপর রয়েছে ভারত। আমাদের দেশে মুসলিম ধর্মাবলম্বীদের সংখ্যা ২১ কোটি ৩০ লক্ষ।
PEW রিসার্চ সেন্টারের গবেষণা অনুযায়ী, আমাদের দেশে ২০২০ সালে, সারা দেশের জনসংখ্যার ১৫ শতাংশ ছিল মুসলিম। তবে, ২০৬০ সালে এই সংখ্যা ১৯.৪ শতাংশে পৌঁছে যেতে পারে।
কোন কোন দেশে মুসলিম জনসংখ্যা বেড়েছে?
বিশ্বে এই মুহূর্তে প্রতি ১০ জন মুসলিমের মধ্যে চারজন মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বাসিন্দা। তবে, গত ১০ বছরে কাজাখাস্তান, বেনিন, লেবানন, তানজানিয়া এবং ওমানে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে রকেটের গতিতে।
কেন দ্রুত গতিতে বাড়ছে ইসলাম?
PEW রিসার্চ সেন্টার জানাচ্ছে, মূল তিনটি কারণে সারা বিশ্বে মুসলিম জনসংখ্যা হু-হু করে বৃদ্ধি পাচ্ছে।
যার মধ্যে প্রথম কারণ – তরুণ জনসংখ্যা। জানা গিয়েছে, বিশ্বের মুসলিমরা সংখ্যায় তরুণ, এদের বয়সের গড় ২৪ বছর। অন্যদিকে, অমুসলিমদের বয়স ৩৩ বছর। ওই গবেষণা আরও জানিয়েছে, বর্তমানে সারা বিশ্বের প্রায় ৩৪ শতাংশ মুসলিমের বয়স ১৫ বছরের কম। প্রায় ৬০ শতাংশের বয়স ১৫ থেকে ৫৯ বছরের মধ্যে, এবং মাত্র ৭ শতাংশের বয়স ৬০ বা তার বেশি।
জনসংখ্যা বাড়ার দ্বিতীয় কারণ হল উচ্চ প্রজনন হার। গবেষণা অনুযায়ী বাকী ধর্মের তুলনায় মুসলিমদের সন্তান সংখ্যা বেশি। বর্তমানে প্রত্যেক মুসলিম দম্পতির সন্তান সংখ্যা গড়ে ৩ জন।
তৃতীয় কারণ হিসাবে PEW তুলে ধরেছে, ধর্মান্তর নীতির কথা। সারা বিশ্বে ধর্মান্তর নীতি অনুযায়ী, অনেকেই যেমন ইসলাম ধর্ম গ্রহণ করছেন, আবার অন্যদের তুলনায় বেশি ধর্মীয় বিশ্বাসের কারণে বেশিরভাগ মুসলিম অন্য ধর্মে ধর্মান্তর হন না।