সহেলি মিত্র, কলকাতা: এসএসসি (SSC)-র অযোগ্য শিক্ষকদের তালিকা নিয়ে একদিকে যখন সমগ্র বাংলা উত্তাল, ঠিক তখনই জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়
এসএসসি মামলায় অবশেষে আজ বুধবার জামিন পেলেন পার্থ। তবে এসবের মাঝেও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, জেলমুক্তি কী হচ্ছে? অন্যদিকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়েরই বা কী খবর? মূলত নবম-দশম শ্রেণীতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আজ তাঁকে আলিপুর বিশেষ সিবিআই আদালত জামিন দিয়েছে।
সূত্রের খবর, ৭ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছে নিম্ন আদালত। যদিও সিবিআই-র মামলায় কলকাতা হাইকোর্টে তাঁর জামিন মামলা বিচারাধীন রয়েছে। যে কারণে এখনই হয়তো রাজ্যের প্রাক্তন শিক্ষমন্ত্রীর জেলমুক্তি ঘটছে না। এর আগেও পার্থ চট্টোপাধ্যায়ও গ্রুপ সি নিয়োগ মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন। তবে, সেই সময় তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়নি। এখন, নিম্ন আদালত থেকে সাম্প্রতিক জামিনের পরেও, তিনি আপাতত হেফাজতে থাকবেন।
জামিন পেলেন আরও অনেকে
এদিন পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি আরও অনেকে মুক্তি পেয়েছেন। তালিকায় রয়েছেন ইমাম মোমিন, পঙ্কজ বনসল, নীলাদ্রি দাস, আব্দুল খালেক, পর্ণা বসু, সমরজিৎ আচার্য, দিলীপ ভৌমিক, রোহিত ঝা, সুবীর ঘোষ, জুঁই দাস এবং সৌমিত্র ঘোষ। তবে জামিনের আর্জি খারিজ হয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও অশোক সাহার।
আরও পড়ুনঃ মঞ্চে দাঁড়িয়ে সনাতন ধর্মকে অপমান! অনির্বাণের বিরুদ্ধে FIR দায়ের তরুণজ্যোতির
উল্লেখ্য, ২০২২ সালের ২৩শে জুলাই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূলের নেতা পার্থ চ্যাটার্জিকে পিএমএলএ-এর অধীনে গ্রেফতার করে। সিবিআই পরে একই মামলায় তাঁকে গ্রেফতার করে। আট মাস পর, চারটি মামলায় সম্পূরক চার্জশিট দাখিল করার পর যেখানে তাকে মূল অভিযুক্ত হিসেবে নামকরণ করা হয়েছিল। সুপ্রিম কোর্ট তার জামিন আবেদনের বিষয়ে ইডির কাছ থেকে প্রতিক্রিয়া চাওয়ার পরপরই তাকে সিবিআই হেফাজতে নেয়।