প্রীতি পোদ্দার, কলকাতা: গত সোমবার থেকে লাগাতার বৃষ্টি হয়েই চলেছে রাজ্য জুড়ে। নিচু এলাকায় জল জমে রয়েছে। আন্ডারপাস রাস্তাগুলির অবস্থা বেহাল। শহরাঞ্চলে কয়েকটি এলাকায় যান চলাচল ব্যাহত হতে পারে। আর এই অবস্থায় শহরবাসী প্রমোদ গুনছে কবে উন্নত হবে আবহাওয়া। তবে এখনই কমছে না বৃষ্টি, একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
আবহাওয়া দপ্তরের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, এইমুহূর্তে নিম্নচাপটি ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে এবং এর সঙ্গে যুক্ত ঘূর্ণিঝড়টি ৭.৬ কিমি উচ্চতায় বিস্তৃত। আশঙ্কা করা হচ্ছে আগামী ৪৮ ঘণ্টায় এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে।
অন্যদিকে মৌসুমি অক্ষরেখাও এখন প্রয়াগরাজ, ডালটনগঞ্জ হয়ে নিম্নচাপ কেন্দ্রের উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে এর প্রভাবে বৃষ্টির গতি এখনই থামছে না।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারও, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। তবে বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
পাশাপাশি আগামীকাল থেকে বজ্রপাতের সম্ভাবনাও খুবই কম থাকবে। এছাড়াও, দক্ষিণবঙ্গের সব জেলায় এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে শনি থেকে ফের বাড়বে দুর্যোগ।
আরও পড়ুন: অযোগ্যদের পাশে দাঁড়ানোই হল কাল! হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে SSC
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও আগামীকাল থেকে বৃষ্টি দুর্যোগ কমবে। উত্তরবঙ্গে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে আগামী তিনদিন বৃষ্টির হাত থেকে কিছুটা রেহাই মিলবে। কিন্তু রবিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।