আষাঢ়ে মহাদুর্যোগ! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি একাধিক জেলায়, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: হাওয়া অফিসের তরফে আগেই জানানো হয়েছিল যে সপ্তাহ শেষে ভারীবৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। সেই পূর্বাভাসই এবার সত্যি হল। সকাল থেকে ভারী বৃষ্টি হয়েই চলেছে দক্ষিণবঙ্গ জুড়ে।

যদিও গত কয়েকদিন ধরেই দফায় দফায় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। তবে ভ্যাপসা গরম কিছুতেই কমছে না। জানা গিয়েছে আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ শনিবার, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের মত টানা বৃষ্টিতে ভিজতে পারে গোটা কলকাতা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আট জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান , পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এমনকি বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ছয় জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: মুখের ছবি মিললেই দেওয়া হবে খাবার! নয়া নিয়ম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গে এইমুহুর্তে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর ও মালদা জেলাতে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে।

সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এছাড়াও রবিবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

Leave a Comment