আসছে শীত, ২ ডিগ্রি নামবে পারদ, দক্ষিণবঙ্গের দুই জেলায় বৃষ্টি! আজকের আবহাওয়া

weather today

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলাজুড়ে এখন শীতের আমেজ। গায়ের চামরার ইতিমধ্যে টান ধরেছে। গায়ে এখন আর পাতলা জামাও চলছে না। সকাল, সন্ধে, রাতে শুরু হয়েছে কুয়াশার দাপট। আবার আকাশ মেঘলাও রয়েছে। যাইহোক, আপাতত বাংলায় তেমন আর বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মোটের ওপর শুষ্ক থাকবে বাংলার আবহাওয়া।

কেমন থাকবে বাংলার আবহাওয়া?

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২ দিনে ন্যূনতম তাপমাত্রায় তেমন বড় পরিবর্তন হবে না। তবে তারপর থেকে পশ্চিমবঙ্গের বহু জেলার পারদ ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি অবধি হ্রাস পাবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। হাওয়া অফিসের মতে, চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতা তাপমাত্রা চলে যাবে ২০ ডিগ্রির নিচে। তাপমাত্রা প্রায় ১৮ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। প্রশ্ন উঠছে আজ শুক্রবার সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া (Weather Today)?

হাওয়া অফিস জানিয়েছে, এদিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুষ্ক আবহাওয়া। সকাল থেকেই মূলত পরিষ্কার আকাশ, সেইসঙ্গে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, সুন্দরবন ও কাকদ্বীপ সংলগ্ন এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলের নিম্নচাপ ক্রমশ শক্তি হারাবে। তবে তার জেরে সমুদ্র উত্তাল থাকবে। ওই এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবারের পর থেকে ফের তাঁরা সমুদ্রের উদ্দেশ্যে পাড়ি দিতে পারেন বলে খবর।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আপাতত মেঘমুক্ত আকাশ থেকে উত্তরবঙ্গের। স্বাভাবিকের থেকে বেশি ঠাণ্ডা থাকতে পারে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। আপাতত আগামী কয়েকদিন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, সব জায়গার আবহাওয়া শুষ্কই থাকবে।

Leave a Comment