বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষবারের মতো খেলেছিলেন 2023 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। এরপর থেকে ক্রমাগত জাতীয় টেস্ট দলে উপেক্ষিত তারকা পেসার মহম্মদ শামি। আগামী 14 নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ শুরু করছে ভারত। তবে ঘরের মাঠেও শামির দিক থেকে মুখ ফিরিয়ে রাখল জাতীয় দলের নির্বাচন কমিটি। চারিদিকে যখন এমন সব প্রসঙ্গ ঘোরাফেরা করছে, এমনকি ভারতীয় তারকা যেখানে বিভিন্ন সময়ে ক্যামেরার মুখোমুখি হয়ে বাদ পড়া নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং নির্বাচন কমিটিকে কাঠগড়ায় তুলেছেন সেই পর্বে দাঁড়িয়ে উঠে এলো এক বিস্ফোরক তথ্য (BCCI On Mohammed Shami)। জানা যাচ্ছে, শামি নাকি নিজেই ভারতীয় দলে যোগ দিতে অস্বীকার করেছিলেন!
শামিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য BCCI এর এক কর্মকর্তার!
ভারতীয় দলে উপেক্ষার শিকার মহম্মদ শামি। ক্যামেরার মুখোমুখি হয়ে বারবার এমনই অভিযোগ করেছিলেন ভারতীয় তারকা। 2023 এ শেষবারের মতো টেস্ট খেললেও সাদা বলের ক্রিকেটে শামির আপাতত অন্তিম ম্যাচ গত মার্চ মাসের ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ানডে ম্যাচ। এরপর থেকে আর ভারতের তারকা পেসারের জন্য খোলেনি জাতীয় দলের দরজা। যার কারণে বারবার বিভিন্ন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং নির্বাচন কমিটিকে নিয়ে বিস্ফোরক সব অভিযোগ এনেছিলেন তিনি
বেশ কয়েকবার শামিকে প্রশ্ন তুলতেও দেখা যায়, কেন তাঁকে জাতীয় দলে জায়গা দেওয়া হচ্ছে না? এর আগে এ বিষয়ে মুখ খুলে টিম ইন্ডিয়ান নির্বাচন কমিটির প্রধান অজিত আবগরকর বলেছিলেন, “শামি কতটা ফিট সেটা আমরা জানি না। ও যদি পুরোপুরি ফিট থাকে এবং পরবর্তীতে নজরকাড়া পারফরমেন্স দেখাতে পারে অবশ্যই ওকে দলে নেওয়া হবে।”এর প্রত্যুত্তরে অবশ্য ভারতীয় তারকা বলেছিলেন, “নির্বাচন কমিটিকে ফিটনেস সম্পর্কে জানানোটা আমার কাজ নয়।” পরবর্তীতে রঞ্জি ট্রফির মঞ্চে নেমে তিন ম্যাচে 15টি উইকেট তোলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও জাতীয় শিবিরে উপেক্ষিত বছর 35 এর তারকা। এবার তাঁকে নিয়েই উঠল ভয়ঙ্কর অভিযোগ।
অবশ্যই পড়ুন: দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় নয়া ক্লু! প্রকাশ্যে জঙ্গির পরিচয়
ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “শামি আসলে সত্যিটা প্রকাশ্যে আনছেন না।” তাঁর দাবি, ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক থেকে শুরু করে সাপোর্ট স্টাফরা নিয়মিত তারকা পেসারের সাথে যোগাযোগ রেখে গিয়েছেন। তাছাড়াও ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সফরে তাঁকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার মরিয়া চেষ্টা চালিয়েছিলেন। পরবর্তীতে অভিজ্ঞ ক্রিকেটার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন কিনা সেটা পরীক্ষা করার জন্য তাঁকে ক্যান্টরবেরি কিংবা নর্থাম্পটনে ভারত এ বনাম ইংল্যান্ড লায়ন্স এর একটি ট্যুর গেম খেলতে বলা হয়েছিল। ওই BCCI কর্মকর্তার দাবি, “ভারতীয় তারকা নাকি জবাবে বলে, তাঁর ওয়ার্ক লোড বাড়াতে হবে। এখন তাঁকে এই দায়িত্বের জন্য ভাবা উচিত নয়।”
ভারতীয় ক্রিকেট বোর্ডের ওই কর্মকর্তা এও বলেন, “ইংল্যান্ডের বিরুদ্ধে জসপ্রীত বুমরাহ পরপর তিনটি টেস্টে খেলতে পারবেন না জেনে নির্বাচন কমিটি থেকে শুরু করে ভারতীয় দলের সাপোর্ট স্টাফরা শামির খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁকে দলে নেওয়ার জন্য মরিয়া ছিলেন। তাই শামির সাথে কোনও যোগাযোগ রাখা হচ্ছে না এমন বক্তব্য সম্পূর্ণ গল্প কথা এবং অসত্য।” সূত্রের খবর, নির্বাচন কমিটি বারবার খেলার জন্য আহ্বান জানালেও নাকি শামি নিজেই পিছিয়ে এসেছিলেন!