আসানসোলের জন্য সুখবর, বড় সিদ্ধান্ত নিল নবান্ন! কপাল খুলল হাজার হাজার মানুষের

Asansol

প্রীতি পোদ্দার, আসানসোল: দেখতে দেখতে বছর প্রায় শেষ হওয়ার মুখে। এদিকে ২০২৬ এই বিধানসভা নির্বাচন, তাই এখন থেকেই ভোট প্রচারের প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। এমতাবস্থায় বিধানসভা নির্বাচনের আগে শিল্পোন্নয়নের পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রে বিনিয়োগ আনতে এবং নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে আসানসোলের (Asansol) ধর্মায়তেই গড়ে উঠতে চলেছে অত্যাধুনিক শিল্প পার্ক।

শিল্প বিনিয়োগের মানচিত্র বদলে দেবে সরকার

রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, WBSIDC-এর উদ্যোগে আসানসোলের ধর্মা এলাকায় প্রায় ৭ একর জমিতে নতুন একটি শিল্প পার্ক তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। এই শিল্প পার্কে তৈরি হবে বৈদ্যুতিক কানেক্টিভিটি, রাস্তাঘাট, পানি, গুদাম এবং উদ্যোক্তা-সহায়ক কেন্দ্র অর্থাৎ শুধু জমি নয়, পুরো পরিকাঠামোগত বিন্যাস হবে পার্ক জুড়ে। সরকারি আধিকারিকদের দাবি, এই শিল্প পার্কটি চালু হলে পশ্চিম বর্ধমানের শিল্প বিনিয়োগ মানচিত্র বদলে যাবে। ছোট থেকে মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় জমি, রাস্তাঘাট, বিদ্যুৎ, জলের সংযোগ-সহ আধুনিক শিল্প পরিকাঠামো এখানে পাওয়া যাবে। পাশাপাশি থাকবে সাধারণ পরিষেবা কেন্দ্র, গুদাম এবং উদ্যোক্তা-সহায়ক সেন্টার। অর্থাৎ এক কথায় বলা যায় নতুন এই শিল্প পার্ক স্থানীয় যুবসমাজের জন্য ভবিষ্যতে কর্মসংস্থানের নতুন পথ খুলবে।

শিল্প সম্মেলনের আয়োজন সরকারের

নবান্ন সূত্রে খবর, প্রকল্পটির প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের কাজ ইতিমধ্যেই শেষ পর্যায়ে পৌঁছেছে। বৃহত্তর পরিমাপে, স্টিল ও উৎপাদন শিল্পে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে পাশ্ববর্তী কাজের সুযোগ তৈরি হলেও, রাজ্যকে ব্যবসায়িক ক্লাস্টার গড়ে তুলতে হবে, যা নবান্ন ইতিমধ্যেই পরিকল্পনায় নিচ্ছে। পাশাপাশি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থাৎ MSME-উদ্যোগে রাজ্য ইতিমধ্যেই অগ্রগতি দেখাচ্ছে, এবং নতুন তহবিল ও নীতি গ্রহণের মাধ্যমে একাধিক বাড়তি সহায়তা প্রদানের পরিকল্পনা করা হচ্ছে। জানা গিয়েছে, আগামী ১৮ ডিসেম্বর রাজ্য সরকারের তরফে এক শিল্প সম্মেলনের আয়োজন করা হচ্ছে। আর সেই শিল্প সম্মেলনে এই ক্ষুদ্র ও কুটির শিল্প নিগমের অধীনস্থ এই শিল্পতালুকটি বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের জন্য তুলে ধরা হবে।

আরও পড়ুন: টিকিট বিক্রির ২ কোটি টাকা জমা না দিয়ে ব্যবসায় বিনিয়োগ! গ্রেফতার রেলকর্মীর স্ত্রী

রাজনৈতিক বিশ্লেষকদের মতে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের এই উদ্যোগ শাসকদলের কাছে ভোটে জেতার এক মহা স্ট্রাটেজি হতে চলেছে। কারণ আসানসোলে নতুন এই শিল্প পার্ক গড়ে তোলা হলে, ভোটারদের জন্য এই অঞ্চলটি অর্থনৈতিক উন্নয়নের প্রতীক হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্য প্রশাসনের একাংশের মতে, আসানসোল অঞ্চলের শিল্প ঐতিহ্য এবং পরিবহণের সুবিধার উপর নির্ভর করে ধর্মার শিল্প পার্ক আগামী দিনে পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে।

Leave a Comment