আসানসোলে আদিবাসী মহিলাকে ধর্ষণ! পুলিশের জালে অভিযুক্ত

Asansol

প্রীতি পোদ্দার, কুলটি: কয়েকদিন আগেই দুর্গাপুরে দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। দুর্গাপুরের শোভাপুর এলাকার একটি বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়া ওই তরুণী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। আর তাই নিয়ে রীতিমত উত্তাল পরিস্থিতি রাজনৈতিক অন্দরে। কিন্তু তাতেও অপরাধ থেমে থাকেনি। সমাজে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনের বিরুদ্ধে। এমতাবস্থায় ফের আরও এক ধর্ষণের অভিযোগ উঠে এল আসানসোলে (Asansol)।

ঘটনাটি কী?

রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, গত বুধবার রাতে আসানসোল পুরনিগমের ১০৩ নম্বর ওয়ার্ডে কুলটি থানার রক্তা গ্রামে এক আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বাড়ির লোকের অনুপস্থিতে দীনু গোপ নামে ওই পাড়ার এক ব্যক্তি বাড়িতে ঢুকে ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরেরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে ওই মহিলা এই খবর পরিবারের সকলকে জানাতেই গ্রামে চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে অভিযুক্ত যুবককে এলাকার বাসিন্দারা ধরে গণধোলাই দেন। এরপর খবর পৌঁছয় কুলটি থানার শাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশের কাছে। পুলিশ আসলে তখনই অভিযুক্তকে ধরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: বাজি ফাটানোয় শিশুদের মারধরের অভিযোগ! কোচবিহারের এসপি দ্যুতিমান ভট্টাচার্যকে সরাল নবান্ন

অন্যদিকে দীপাবলির রাতে বেঙ্গালুরুতে দরজা ভেঙে ঢুকে কলকাতার এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল ৩ জনের বিরুদ্ধে। জানা গিয়েছে বেঙ্গালুরুতে কর্মরত কলকাতার ওই তরুণী মদনায়কানহল্লী থানা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। ওইদিন রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টা ১৫ মিনিটের মধ্যে মদ্যপ অবস্থায় পাঁচজন যুবক ওই তরুণীর দরজা ধাক্কা দেয়। অভিযোগ, কিছুক্ষণ দরজা ধাক্কা দেওয়ার পর তারা জোর করে ঘরে ঢোকে। তরুণীকে টেনে অন্য ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। শুধু তাই নয়, অভিযুক্তরা তরুণীর কাছ থেকে ২৫,০০০ টাকা নগদ এবং দুটি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায় বলেও অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Comment