প্রীতি পোদ্দার, কলকাতা: দিনের পর জনবসতির সংখ্যা যেমন বাড়ছে ঠিক তেমনই বাড়ছে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীর সংখ্যা। অনেকেই মাসের পর মাস ইলেকট্রিক বিল না মিটিয়ে ব্যাপক অসুবিধায় পড়েন। সেক্ষেত্রে সংস্থার তরফে সংযোগ বিচ্ছিন্ন করার পরিস্থিতি এলে শুরু হয় অবৈধভাবে বিদ্যুৎ চুরি। সম্প্রতি এমনই ঘটনা ঘটে আসানসোলে। আর এবার সেই চুরি ঠেকাতে কড়া পদক্ষেপ নিল রূপনারায়ণপুর বিদ্যুৎ বিভাগ ।
ঘটনাটি কী?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোলের সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ডাবর গ্রামে এবার অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীর সন্ধান পেল রূপনারায়ণপুর বিদ্যুৎ বিভাগ। অভিযোগ ওঠে বিদ্যুতের খুঁটি থেকে সরাসরি মোটা কেবলের মাধ্যমে নিজের ঘরে বিদ্যুৎ সংযোগ নিয়েছিলেন এক ব্যক্তি। যেটি সম্পূর্ণ অবৈধ। আর এই অভিযোগ রূপনারায়ণপুর বিদ্যুৎ বিভাগের কাছে পৌঁছালে সঙ্গে সঙ্গে তাঁরা অভিযানে নামেন। আর সেই অভিযানে উঠে আসে একের পর এক বিস্ফোরক তথ্য। পরপর তিনটি বাড়িতে কেবলের তার দিয়েই এমন অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার হয়েই চলেছে দিনের পর দিন। এমতাবস্থায় কড়া পদক্ষেপ গ্রহণ করল রূপনারায়ণপুর বিদ্যুৎ বিভাগ।
৯০ লক্ষ টাকা জরিমানা আদায়
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, রূপনারায়ণপুর বিদ্যুৎ বিভাগ ডাবর গ্রামে অভিযান চালিয়ে পরপর তিনটি বাড়িতে সেই অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। শুধু তাই নয়, এই বেআইনি কাজের জন্য প্রায় ২ লক্ষ টাকা জরিমানাও আদায় করা হয়েছে ওই তিন পরিবারের থেকে। সব মিলিয়ে রূপনারায়ণপুর বিদ্যুৎ বিভাগ তার আওতাভুক্ত এলাকায় ক্রমাগত অভিযান চালিয়ে প্রায় ৯০ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে। হিসেবে নিরিখে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই জরিমানা আদায়ের পরিমাণ গিয়ে ঠেকেছে ৮৮ লক্ষ ৫৪ হাজার ৬৮১ টাকায়।
কোথায় কোথায় অভিযান বিদ্যুৎ বিভাগের?
রূপনারায়ণপুর বিদ্যুৎ বিভাগের তরফে জানা গিয়েছে সবচেয়ে বেশি অভিযান চালানো হয়েছে জেমারি, লছমনপুর, বড়িরা, এথোড়া, খুদিকা, লালগঞ্জ, পিঠাকিয়ারি, রূপনগর, জোড়বাড়ি, দেন্দুয়া নাকড়াজোড়িয়া, সবনপুর, বনবিড্ডি এলাকায়। আর তাতেই এত অভিযোগ উঠে এসেছে। অবৈধভাবে সংযোগ নেওয়া, বৈধ সংযোগ থাকা সত্ত্বেও মিটারকে এড়িয়ে বিদ্যুতের ব্যবহার করা, দিনের পর দিন বিদ্যুৎ বিল পরিশোধ না করা ইত্যাদির অভিযোগে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বিদ্যুৎ বিভাগ। শুধু বাড়ি নয় সালানপুর ব্লকের নামো মনোহারা এলাকায় একটি কারখানাতেও অবৈধ সংযোগ থাকার অভিযোগ পাওয়ার পর বিদ্যুৎ বিভাগ অভিযান চালিয়ে সেই সংযোগ বিচ্ছিন্ন করেছে।
আরও পড়ুন: “ওনার ভাষণ মোবাইলেও শোনা যাবে”, মোদীর দমদম সভার দিনেই বেঙ্গালুরু উড়ে গেলেন দিলীপ
উল্লেখ্য অভিযান চালিয়ে বিদ্যুৎ বিভাগের জরিমানার ভান্ডার বেশ বেড়েছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই হিসাব। চলতি বছরের জানুয়ারি মাসে প্রায় ১১ লক্ষ ৫২ হাজার, ফেব্রুয়ারিতে ১৭ লক্ষ ৭১ হাজার, মার্চে ১৬ লক্ষ ৬ হাজার, এপ্রিলে ৭ লক্ষ ৭১ হাজার, মে মাসে ১৫ লক্ষ ৩৩ হাজার, জুনে ১০ লক্ষ ৪৬ হাজার, জুলাইয়ে ৯ লক্ষ ৭৩ হাজার টাকার বেশি জরিমানা আদায় হয়েছে। সব মিলিয়ে মোট ৩৮ জন অভিযুক্তের কাছ থেকে আদায় করা হয়েছে। তাই সেক্ষেত্রে রূপনারায়পূ্র বিদ্যুৎ দপ্তরের আধিকারিক বিপ্লব মণ্ডল জানিয়েছেন ভবিষ্যতে কোনো গ্রাহক যাতে এই ধরনের অবৈধ কার্যকলাপ না করেন সে বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।