প্রীতি পোদ্দার, কলকাতা: একেবারে রুদ্ররূপে ধরা দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল! ঘুষ নেওয়ার কারণে এবার পুলিশের গাড়ির চাবি কেড়ে নিয়ে জোর ধমক দিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক! কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার ও পুলিসের গাড়ির চালক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে মহা বিপদে পড়লেন শাসকদল সহ গোটা পুলিশ প্রশাসন।
রুদ্ররূপে অগ্নিমিত্রা
কিছুদিন আগে ভিন রাজ্যে বাংলা, বাঙালি এবং বাংলা ভাষা নিয়ে রাজনৈতিক মহলে এক তুমুল তরজা শুরু হয়েছিল। সেই ঘটনার প্রতিবাদে সক্রিয় ভূমিকা পালন করেছিল তৃণমূল কংগ্রেস। এমতাবস্থায় ভাষা আন্দোলন শুরু হয়েছে এলাকা জুড়ে। এদিকে তৃণমূল সরকার যে রাজনীতির খেলা খেলছে সেই বিষয়কে কটাক্ষ করলেন একাধিক বিজেপি নেতা থেকে শুরু করে বিধায়ক। এমতাবস্থায় ফের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হল বিরোধী দল বিজেপি। রাস্তায় দাঁড়িয়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। আর তাই নিয়ে অগ্নিরূপ ধারণ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও।
“দিন আনা দিন খাওয়া মানুষের পকেটে পুলিশি ডাকাতি!
আসানসোল দক্ষিণের ২ মন্ডলের নসিং বাঁধে আজ হাতে নাতে ধরা পড়ল ‘রক্ষক’ নামের লুটেরা!”Posted by Agnimitra Paul on Friday, August 8, 2025
ভাইরাল ভিডিও
গতকাল ফেসবুকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল একটি লাইভ ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায়, আসানসোল দক্ষিণের ২ মন্ডলের নসিং বাঁধে পুলিশের গাড়ি আটকে রেখে দিয়েছে বিজেপি নেত্রী। রীতিমত গাড়ির চাবি কেড়ে নিয়ে পুলিশকে ঘুষ নেওয়ার কারণে জনসমক্ষে ধমক দিচ্ছেন। কেন সাধারণ মানুষের পকেট কেটে ঘুষ নেওয়ার হচ্ছে তা জানতে চান তিনি। শুধু তাই নয় টাকা ফেরৎ দেওয়ার কথাও বলেন তিনি। স্থানীয়দের অভিযোগ এই নিয়ে অনেকবার পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার ১০০০ কখনও ৫০০ আবার কখনও ১০০ টাকা প্রতি ঘুষ নিয়ে থাকে। অগত্যা সেই চাবি না মেলায় বিজেপি নেত্রী চলে যান পুলিশ স্টেশনে।
আরও পড়ুন: বাংলাদেশিদের নকল ভোটার, আধার কার্ড বানিয়ে দিতেন বাগদার CPIM নেতা! গ্রেফতার
উল্লেখ্য, এর আগে অনেকবার রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের ঘাড় ভেঙে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে। একাধিক অভিযোগ নিয়ে ভিডিও ভাইরালও হয়েছিল, কিন্তু তাতেও এই ধরনের ঘটনা হামেশাই দেখা যায়। আর এবার সেই একই ঘটনা ঘটল আসানসোলে। যদিও এই ঘটনা নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি তৃণমূল কংগ্রেস।