আসানসোল স্টেশনে প্রসব বেদনা মহিলার, এক ফোনেই যা করল রেল, ধন্য ধন্য করছে সবাই

asansol baby birth

সহেলি মিত্র, কলকাতাঃ যাত্রী সুরক্ষায় ফের একবার নজির গড়ল রেল। এক মা ও তাঁর অনাগত সন্তানের প্রাণ রক্ষা হল রেল কর্মী ও যাত্রীদের মদতে। ঘটনাটি ঘটেছে এর্নাকুলাম-পাটনা এক্সপ্রেসে। জানা গিয়েছে, এর্নাকুলাম-পাটনা এক্সপ্রেসে যাত্রার সময় এক মহিলা যাত্রী একটি শিশুর জন্ম দেন। ঘটনাটি ঘটে ৩ সেপ্টেম্বর বিকেলে আসানসোল স্টেশনে (Asansol Station)।

ট্রেনে সন্তানের জন্ম দিলেন মহিলা

রিপোর্ট অনুযায়ী, ট্রেনের S-7 কোচের ১২ নম্বর বার্থে ভ্রমণকারী শ্রী কুমারের স্ত্রী কুমারী (২৬) স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই প্রসব যন্ত্রণা অনুভব করেন। এরপর পরিবারের সদস্যরা এবং অন্যান্য যাত্রীরা তাৎক্ষণিকভাবে রেল মদদ পোর্টালের মাধ্যমে কর্মকর্তাদের এই বিষয়ে অবহিত করেন। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে বাণিজ্যিক নিয়ন্ত্রণ ও স্টেশন ম্যানেজার তৎপর হন এবং তাৎক্ষণিকভাবে মেডিকেল টিমকে ফোন করেন। এরপর গৌরী দেবী হাসপাতালের ডাঃ পি কে চ্যাটার্জির নেতৃত্বে চিকিৎসকদের একটি দল কোনও দেরি না করে ট্রেনের কোচে পৌঁছায়।

রেলের প্রশংসায় পঞ্চমুখ যাত্রীরা

এদিকে সময়মতো চিকিৎসার কারণে, বিকেল ৩:০৮ মিনিটে মহিলা একটি সুস্থ শিশুর জন্ম দেন। এর পরে, রেলওয়ে অ্যাম্বুলেন্সে মা ও শিশু উভয়কেই নিরাপদে আসানসোল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রেলওয়ে সুরক্ষা বাহিনী এবং জিআরপির সহায়তায় তাদের তাৎক্ষণিকভাবে ভর্তি করা হয়।

 

বর্তমানে মা ও শিশু উভয়ের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। যাত্রীরা রেলওয়ের তাৎক্ষণিক ব্যবস্থার প্রশংসা করেছেন। এমনিতে বছরের পর বছর ধরে ট্রেন দুর্ঘটনা, ট্রেন লেট, ট্রেন বাতিল, পচা খাবার, খারাপ পরিষেবা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে সাধারণ যাত্রীদের অভিযোগের শেষ থাকে না। তবে এবার ট্রেনে ঘটা এই ঘটনার ক্ষেত্রে রেলের প্রশংসা করছেন সকলে।

Leave a Comment