ইংলিশ ভূমিতে সিরাজ, কৃষ্ণার দাদাগিরি! পঞ্চম টেস্টে ইংল্যান্ডকে উড়িয়ে দিল ভারত

India beat England in 5th test

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শত জল্পনার অবসান। বোলারদের দাপটেই ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট জিতল ভারত। অন্তিম টেস্টের দ্বিতীয় ইনিংসে 396 রান করেছিল ভারতীয় দল। কাজেই জয়ের জন্য ইংলিশদের কাছে লক্ষ্য ছিল 374 রানের।

তবে সোমবারের ম্যাচে ইংরেজদের জয়ের সমস্ত সম্ভাবনার রাস্তা বন্ধ করে দিয়েছিলেন ভারতীয় বোলাররা। বলা বাহুল্য, বুমরাহ না থাকায় পঞ্চম টেস্টে জাতীয় দলে ভরসার জায়গা হয়ে উঠেছিলেন মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। সোমবার, এই দুই তারকার হাত ধরেই ইংরেজদের মাঠ ছাড়া করল টিম ইন্ডিয়া।

শেষ টেস্টে তাণ্ডব সিরাজ, কৃষ্ণার

ইংরেজদের বিরুদ্ধে পঞ্চম অর্থাৎ শেষ টেস্টের দায়িত্ব কার্যত একার কাঁধে তুলে নিয়েছিলেন মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। প্রতিপক্ষ ইংলিশ দলের বিরুদ্ধে প্রথম ইনিংসে বল হাতে তাণ্ডব চালিয়ে সিরাজ এবং কৃষ্ণ দুজনে 4টি করে মোট 8টি উইকেট ভেঙেছিলেন। আর সেখানেই ভয়ে একেবারে কুঁকড়ে গিয়েছিল ইংল্যান্ড! পঞ্চম টেস্টের শেষ দিনেও সেই ধারাই অব্যাহত রাখলেন তাঁরা।

বলে রাখি, পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে 4টি করে উইকেট নেওয়ার পর ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও ভারতের হয়ে বুক চিতিয়ে লড়াই করেছিলেন সিরাজরাই। বিগত দুই টেস্টে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট ভারতের জন্য মর্যাদার প্রশ্নে গিয়ে দাঁড়ায়। আর সে কারণেই, দলের দুঃসময়ে একেবারে উদ্ধারকারীর ভূমিকায় ছিলেন টিম ইন্ডিয়ার দুই তারকা প্রসিদ্ধ কৃষ্ণা এবং মহম্মদ সিরাজ।

সেই সূত্রেই, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ইনিংসেও 5 উইকেট তুলেছিলেন সিরাজ, অন্যদিকে প্রতিপক্ষের ঘর ভেঙে কৃষ্ণার ঝুলিতেও এসেছিল 4টি উইকেট। ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি, এই দুই দাপুটে বোলারের আক্রমণাত্মক বোলিংয়েই জব্দ হল ইংল্যান্ড। জয় হল ভারতের।

অবশ্যই পড়ুন: “এটা বড় অপরাধ”, গম্ভীর, শুভমনকে নিশানা করে বড় অভিযোগ সিধুর!

উল্লেখ্য, ম্যানচেস্টার টেস্ট ড্র হতেই সিরিজে সমতা বজায় রাখতে উঠে পড়ে লাগে শুভমন সেনা। সেই মতোই ব্যাটসম্যানদের পাশাপাশি আক্রমণাত্মক বোলিং দিয়েই ইংল্যান্ডকে আটকে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল টিম ইন্ডিয়া। শেষ লগ্নে এসে সেটাই হল। একের পর এক উইকেট ভেঙে শেষ দিনে ইংল্যান্ডকে কোনঠাসা করে দিয়েছিল ভারত। শেষ মুহূর্তে প্রতিপক্ষের বুকে ভয় ধরিয়েই উইকেট তুলে নেন সিরাজ। সেই সূত্রে 6 রানের ব্যবধানে ওভাল টেস্ট পকেটে পুরলো মেন ইন হোয়াইট।

3 thoughts on “ইংলিশ ভূমিতে সিরাজ, কৃষ্ণার দাদাগিরি! পঞ্চম টেস্টে ইংল্যান্ডকে উড়িয়ে দিল ভারত”

  1. আজ ভারতীয় টিম ইংল্যান্ডকে বুঝিয়ে দিয়েছে আমরাও জিততে পারি ভিন্ন দেশে গিয়ে

    Reply

Leave a Comment