বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংলিশদের মাটিতে দাঁড়িয়ে তাঁদেরকেই মাঠ ছাড়া করেছে ভারতীয় দল। পঞ্চম টেস্টের শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর জয় পেয়েছে শুভমন গিলের ভারত। যেই পর্বে সকলে ধরেই নিয়েছিলেন, ইংল্যান্ডের কাছে সিরিজ হারবে ভারত! সেখান থেকে গোটা টেস্ট সিরিজের চিত্রটাই বদলে দিয়েছে টিম ইন্ডিয়া। শেষ লগ্নে প্রসিদ্ধ কৃষ্ণা ও মহম্মদ সিরাজের কাঁধে কাঁধ মেলানো লড়াইয়ে ইংরেজদের পরাস্ত করেছে ভারতীয় দল। আর তাতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে লাফ (WTC Points Table) দিয়েছে টিম ইন্ডিয়া।
ভারতীয় দলের সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ
চতুর্থ টেস্ট ড্র হওয়ার পর সিরিজে সমতা ফেরাতে একেবারে উঠে পড়ে লেগেছিল ভারতীয় দল। সেই লক্ষ্যেই ক্রমশ এগিয়ে চলেছিলেন শুভমন গিলরা। তবে একটা সময় পৌঁছে মনে হয়েছিল হয়তো ওভাল টেস্টের চতুর্থ দিনেই শেষ হয়ে যাবে সিরিজ। হিসেব-নিকেশ হয়তো মিটবে সেদিনই।
কিন্তু খারাপ আলোর জন্য চতুর্থ দিন শেষ হয়ে যায় ম্যাচ। এরপর পঞ্চম দিনে একেবারে আটঘাট বেঁধে নামে টিম ইন্ডিয়া। ভারতীয় পেস বিভাগের মুহুর্মুহু আক্রমণে কার্যত কোণঠাসা হয়ে গিয়েছিল ইংল্যান্ড। শেষ পর্যন্ত সিরাজের বলেই বাঁচার শেষ আশা খুইয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। আর তাতেই 6 রানের ব্যবধানে জয় পায়ে ভারত।
আর এরপর থেকেই ভারতীয় দলের সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। সিরাজদের হাড় ভাঙা খাটুনিকে সাধুবাদ দিয়ে ভারতীয় দলের প্রশংসায় পঞ্চমুখ সমর্থক থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, সুনীল গাভাস্কারের মতো বহু কিংবদন্তি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, টিম ইন্ডিয়ার জয়ের পরই জাতীয় দলের তরুণদের নিয়ে প্রশংসার ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
WTC পয়েন্ট টেবিলে উত্থান ভারতের
ওভাল টেস্টে দুর্ধর্ষ জয়ের পর মর্যাদা রক্ষার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও মাথা উঁচু করে দাঁড়িয়েছে ভারত। ম্যাচের আগে পয়েন্ট তালিকায় ভারতের অবস্থান ছিল চতুর্থ স্থানে। তবে ওভাল টেস্টে ইংল্যান্ডের কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত।
অন্যদিকে সদ্য শেষ হওয়া টেস্টে ভারতের মতোই দুটি জয়, দুটি পরাজয় এবং একটি ড্র নিয়ে চতুর্থ স্থানে জায়গা পেয়েছে ইংল্যান্ড। আসলে স্লো ওভার রেটের কারণে 2 পয়েন্ট কাটা গিয়েছে তাদের। এদিকে তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। কেননা, শেষ তিন টেস্টের তিনটিতেই জিতেছে তারা। অন্যদিকে তালিকার দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে শ্রীলঙ্কা।
অবশ্যই পড়ুন: মৃত মায়ের অ্যাকাউন্টে ঢুকল ১.১৩ কোটি টাকা, মাথায় হাত ১৯ বছরের ছেলের!
উল্লেখ্য, অন্যান্যদের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে জায়গা পেয়েছে বাংলাদেশ। তবে সবচেয়ে সবচেয়ে অবাক করা বিষয়, এখনও পয়েন্ট তালিকাতেই নাম ওঠেনি দুই শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের। কারণটা অবশ্য ভিন্ন। আসলে এই দুই দলের কেউই এখনও চলতি WTC সাইকেলে অভিযান শুরু করেনি।