বিক্রম ব্যানার্জী, কলকাতা: সিডনিতে জয়ের পতাকা ওড়াল অস্ট্রেলিয়া। সেই সূত্রেই 5 ম্যাচের অ্যাশেজ সিরিজে প্রতিপক্ষ ইংল্যান্ডকে 4-1 ব্যবধানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় (WTC Points Table) নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল ক্যাঙ্গারু দল। সিরিজের একেবারে শেষ ম্যাচে অজিদের সামনে 160 রানের লক্ষ্য রেখেছিল ইংল্যান্ড, অন্তিম দিনে 5 উইকেট হাতে রেখে সেই লক্ষ্য সহজেই পূরণ করে ফেলে অস্ট্রেলিয়া। এর প্রভাবে অস্ট্রেলিয়া শীর্ষে নিজের জায়গা শক্ত করলেও ভারতের অবস্থানের বদল হল না।
অস্ট্রেলিয়ার জয়ের পর WTC পয়েন্ট তালিকার অবস্থা
ইংল্যান্ডকে অ্যাশেজ সিরিজে হারানোর পর 2025-27 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট তালিকায় একেবারে শীর্ষে নিজেদের অবস্থান পোক্ত করেছে অস্ট্রেলিয়া। 8 টেস্টের 7টিতে জিতে এই মুহূর্তে 84 পয়েন্ট নিয়ে ফাইনালের দিকে এগোচ্ছে অজিরা। অন্যদিকে অস্ট্রেলিয়ার ঠিক নিচেই অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। আজ পর্যন্ত 3 টেস্টের দুটিতে জিতে 28 পয়েন্ট পেয়েছে কিউইরা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। 4 টেস্টের তিনটিতে জয় এবং একটিতে পরাজয় নিয়ে 36 পয়েন্ট পেয়েছে প্রোটিয়া দল।
অবশ্যই পড়ুন: টিকিট না থাকলেও করা যাবে ট্রেনে ভ্রমণ, ফাইন নিতে পারবে না TTE! যা জানাল রেল
দক্ষিণ আফ্রিকার পর দুই টেস্টের একটিতে জয় নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তাদের পয়েন্ট 16। পাকিস্তান রয়েছে পঞ্চম স্থানে। দুই ম্যাচের একটিতে জয় এবং একটিতে হেরেছে তারা। তাতে পাক দলের ঝুলিতে গিয়েছে 12 পয়েন্ট। তবে সবচেয়ে অবাক করা বিষয়, 9 ম্যাচের চারটিতে জয় এবং চারটিতে পরাস্ত হয়ে 52 পয়েন্ট পেলেও তালিকার ষষ্ঠ স্থানেই থেকে গেল ভারত। এরপর 7 নম্বরে 38 পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে ইংল্যান্ড, 8 এ বাংলাদেশ এবং 9 নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। এই দুই দলের পয়েন্ট 4।
অবশ্যই পড়ুন: ১৫০ টাকা করে জমিয়ে মিলবে ২৬ লাখ! সন্তানের ভবিষ্যতের চাবিকাঠি LIC-র এই পলিসি
উল্লেখ্য, তিনটি টেস্টে জিতে আগেই অ্যাশেজ সিরিজে জয় পাকা করে রেখেছিল অস্ট্রেলিয়া। আশা ছিল, ক্লিন সুইপ করে ক্ষমতা দেখানোর। তবে চতুর্থ টেস্টে মেলবোর্নে সেই আশায় জল ঢালে ইংল্যান্ড। 4 উইকেটে জয় পায় ইংলিশরা। তাতে মনঃক্ষুণ্ণ হলেও পঞ্চম অর্থাৎ শেষ টেস্ট 5 উইকেটে জয় তুলে সিরিজ পকেটে পুরে নিল অস্ট্রেলিয়া। তবে এই সিরিজ জয়ে যাঁদের অবদান অনস্বীকার্য তাঁরা হলেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড এবং মিচেল স্টার্ক। প্রথম জন সিডনি টেস্টে 2 ইনিংস মিলিয়ে 192 রান করে ম্যাচ সেরা হয়েছেন। অপরজন 5 টেস্টে সর্বাধিক 31 উইকেট তুলে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন।
Alright folks, heard about nilfortuneonline and thought I’d see what the buzz is about. Seems promising, gonna give it a go. Find out more at nilfortuneonline.