ইংল্যান্ডের দাদাগিরি ঘুঁচিয়ে দিয়েছে ভারত! দ্বিতীয় টেস্টে জিতে ৫ বিশ্বরেকর্ড গড়ল টিম ইন্ডিয়া

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যা হওয়ার তাই হল! প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে হেরে জয়ের শপথ নিয়েছিল ভারতীয় দল। সেই লক্ষ্যই এজবাস্টনের মাটিতে একেবারে কাটায় কাটায় পূরণ করেছেন শুভমনরা। দ্বিতীয় টেস্টে একেবারে প্রথম থেকে ইংলিশ বাহিনীকে দাপটের সাথে আটকে রেখেছিল টিম ইন্ডিয়া।

আর সেই সূত্র ধরেই শেষমেশ ইংলিশ দলকে 271 রানে অলআউট করে 336 রানে বিরাট জয় পেল রোহিত, বিরাটহীন ভারত। শুধু সেটুকুই নয়, ইংলিশদের দ্বিতীয় টেস্টে পরাস্ত করে একাধিক বিশ্বরেকর্ড গড়েছে ভারত। আজ জানব সে বিষয়েই।

প্রথম বিশ্ব রেকর্ড

ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহামের এজবাস্টনে টেস্ট ম্যাচে জয় পাওয়াটা ভারতের কাছে বিরাট সাফল্যের। কেননা, 1967 সাল থেকে ইংলিশদের এই মাঠে লড়াই চালিয়ে গেলেও গতকালের আগে পর্যন্ত কোনও ম্যাচেই জিততে পারেনি ভারত। তবে দ্বিতীয় টেস্টে সেই পুরনো অপবাদ ঘুঁচিয়ে নিলেন শুভমন গিলরা। তৈরি হল নতুন ইতিহাস।

দ্বিতীয় সবচেয়ে বড় রেকর্ড

প্রথম টেস্টে হারের যন্ত্রনা কাটিয়ে উঠতে দ্বিতীয় টেস্টে ঝাঁপিয়েছিল টিম ইন্ডিয়া। আশা মতোই কাজ হয়েছে। দ্বিতীয় টেস্টে ইংলিশদের গুঁড়িয়ে বিরাট সাফল্য পেয়েছে জাতীয় ব
দল। আর সেই সাথেই অন্যান্য সব বিশ্ব রেকর্ডের পাশাপাশি বার্মিংহাম টেস্টে জয় ছিল বিদেশের মাটিতে সবচেয়ে বেশি রানে জয়। কেননা, এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 318 রানে জিতেছিল টিম ইন্ডিয়া। এবার সংখ্যাটা দাঁড়াল 336 এ।

রানের ব্যবধানেই সফল ভারত

বলে রাখি, ইংল্যান্ডের মাটিতে গতকাল ভারত যে 336 রানের ব্যবধান ধরে রেখে জয় তুলেছে, এর আগে কোনও দলই ইংলিশদের ঘরের মাঠে টেস্টে এত বড় রানের ব্যবধানে জিততে পারেনি। কাজেই সেই নিরিখেও বার্মিংহাম টেস্ট জয় ভারতের কাছে বিশ্ব রেকর্ড।

দেশ-বিদেশ মিলিয়ে সবচেয়ে বড় ব্যবধানে জয়

ইংলিশদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের জয়ের ব্যবধানটা ছিল চোখে পড়ার মতো। মূলত সেই কারণেই দেশ-বিদেশ মিলিয়ে রানের নিরিখে সবচেয়ে বড় ব্যবধানে টেস্ট জয়ের তালিকাতেও জায়গা করে নিল ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্টের জয়। এর আগে ঘরের মাঠে 434 রানে সবচেয়ে বড় জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। সেই নিরিখে এজবাস্টন টেস্ট জায়গা পেল চতুর্থ নম্বরে।

অবশ্যই পড়ুন: চাকরি পরিবর্তন করেছেন? এই কাজ না করলে পাবেন না PF-র সুদ

উল্লেখ্য, অজিত ওয়াদেকর থেকে শুরু করে কপিল দেব, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি, ও বিরাট কোহলিদের পর সপ্তম অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে জয় পেল ভারতের শুভমন। বলে রাখি, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের এই জয় দশম টেস্ট জয়।

Leave a Comment