“ইউরোপ চাইলে যুদ্ধের জন্য তৈরি রাশিয়া”, পুতিনের গলায় তৃতীয় বিশ্বযুদ্ধের আভাস!

Vladimir Putin On Europe he says Russia is ready for war

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin On Europe)! সম্প্রতি রুশ প্রেসিডেন্ট একেবারে কড়া ভাষায় জানিয়েছিলেন, রাশিয়া ইউরোপের সাথে যুদ্ধ চায়না। তবে ইউরোপ যদি যুদ্ধ করতে চায় সেক্ষেত্রে পুরোপুরি প্রস্তুত আছে মস্কো। ক্রেমলিন যুদ্ধ থেকে এক পাও পিছিয়ে যাবে না। ভ্লাদিমিরের এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন অনেকেই।

আমেরিকা সহ গোটা ইউরোপের সাথে যুদ্ধের জন্য তৈরি রাশিয়া?

বিগত বছরগুলিতে ইউক্রেনের সাথে যুদ্ধের কারণে রাশিয়াকে বারবার লাল চোখ দেখিয়েছে আমেরিকা সহ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলি। শুধু তাই নয়, রাশিয়ার শুভাকাঙ্ক্ষীদেরও বারবার নরমে গরমে পুতিনের দেশের সাথে দূরত্ব বজায় রাখার কথা বলেছে তারা। যদিও এসবের মাঝেই নিজের অস্ত্রভান্ডার বাড়ানোর দিকে নজর দিয়েছে রাশিয়া। বিগত দিনগুলিতে ক্রমাগত মারণাস্ত্র পরীক্ষা থেকে শুরু করে অন্যান্য সমরাস্ত্র তৈরিতে বিশেষভাবে মনোনিবেশ করেছে মস্কো। পাল্লা দিয়ে অস্ত্র তৈরি করছে আমেরিকা সহ ন্যাটো গোষ্ঠীয় দেশগুলিও। এমতাবস্থায়, মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে রাখলেন পুতিন।

গতকাল সাংবাদিকদের সাথে কথা বলার সময় বেশ কিছু প্রশ্নের উত্তরে রাশিয়ার প্রেসিডেন্ট একেবারে খোলাখুলি জানান, “আমরা যুদ্ধে জড়াতে চাই না। তবে ইউরোপ যদি যুদ্ধ চায় সেক্ষেত্রে আমরা পুরোপুরি তৈরি। আমরা অন্তত একশোবার বলেছি ইউরোপ যদি আমাদের উপর হামলা চালায় ও যুদ্ধ শুরু করে তবে আমরাও যুদ্ধে নেমে পড়ব। এ নিয়ে কারও মনে কোনও সংশয় বা দ্বিধা না থাকাই ভাল।” এদিন পুতিনের এমন ভাষণের পাশাপাশি আরও বেশ কিছু বক্তব্য শুনেছিল গোটা বিশ্ব।

অবশ্যই পড়ুন: প্রাক্তন SFI নেত্রী গাইলেন মমতার উন্নয়নের পাঁচালি! তৃণমূলের প্রার্থী হবেন ‘মহানায়ক’ ইমন?

মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট এও বলেছিলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে ইউরোপের কিছু নেতা। তাঁরাই যুদ্ধ চায় বলেই দাবি করেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের কথায়, “ইউরোপের দেশগুলি ক্রেমলিনের সঙ্গে যোগাযোগ ছিন্ন করে আলোচনা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।” কেউ কেউ আদতেই যুদ্ধ চাইছেন বলেই অভিযোগ তাঁর। সবশেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুতিন একেবারে স্পষ্ট করে দেন, “ইউক্রেন যদি জলদস্যুতা চালিয়ে যায় তবে রাশিয়াও ইউক্রেনকে সমুদ্র থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেবে।”

Leave a Comment