ইটের জবাব পাটকেলে! আমেরিকার সাথে ৩১,৫০০ কোটি টাকার চুক্তি বাতিল করল ভারত

Defense Contract Canceled

সৌভিক মুখার্জী, কলকাতা: ট্রাম্পের হুমকির যোগ্য জবাব দিতে এবার নয়া দিল্লি হাটে হাঁড়ি ভাঙল। হ্যাঁ, এবার কেন্দ্র সোজাসাপ্টা জানিয়ে দিল—ভারতের নীতি নির্ধারণ হবে জাতীয় স্বার্থকে রক্ষা করেই, বাইরের চাপ বা শুল্ক হুমকিতে নয়। উল্লেখ্য, ভারত সরকার এবার আমেরিকার সঙ্গে করা 31,500 কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি বাতিলের (Defense Contract Canceled) পথে হাঁটল। আর এই সিদ্ধান্তে মার্কিন বাণিজ্য যে একেবারে ধুঁকবে, তা বলার অপেক্ষা রাখে না। একেবারে ইটের জবাব পাটকেলে পেল আমেরিকা।

আসলে কী ঘটেছিল?

উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর 25 শতাংশ শুল্ক আরোপ করেন। নতুন এই শুল্ক আগামী 27 আগস্ট থেকেই কার্যকর হবে, যার পর থেকে ভারতের পণ্য আমেরিকায় রপ্তানি করলে মোট 50 শতাংশ শুল্ক গুনতে হবে। ট্রাম্পের মূল অভিযোগ, ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনে আমদানি করছে।

আমেরিকাকে যোগ্য জবাব ভারতের

আর এর জবাব দিতেই ভারত বোয়িং কোম্পানির কাছ থেকে ছয়টি P-8I Poseidon মডেলের নজরদারি বিমান কেনার জন্য 31,500 কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি বাতিল করে দিল। বেশ কিছু সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, এই সিদ্ধান্তে মার্কিন বাণিজ্য ও প্রতিরক্ষা শিল্প বিরাট ধাক্কা খাবে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক নজরদারি বাড়ানোর জন্য বোয়িং-এর অত্যাধুনিক P-8I Poseidon বিমানগুলির ভূমিকা সবথেকে বেশি। বর্তমানে ভারতের হাতে 12টি এই বিমান রয়েছে। 2009 সাল থেকেই ভারত এই মডেলের প্রথম আন্তর্জাতিক ক্রেতা হিসাবে আত্মপ্রকাশ আর। 2008 সালে প্রথমে 8টি বিমানের চুক্তি হয়, এরপর 2021 সালে আরো ৪টি বিমান কেনা হয়। এমনকি নতুন করে আরো 6টি বিমানের চুক্তি করেছিল ভারত। আর সেই চুক্তি এবার বাতিলের পথে।

সরকারি সূত্র মারফৎ জানানো হয়েছে, ভারত কোনো দেশের হুমকিতে নিজের পররাষ্ট্র নীতি বদলাবে না। বরং দেশের আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারিত হবে জাতির স্বার্থে। কোনো শুল্কের চাপ বা রাজনৈতিক চাপ কেন্দ্রের অবস্থানকে বদলাতে পারবে না। বিশেষজ্ঞরা বলছে, ভারত এই সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্পের ভাষাতেই ট্রাম্পকে উপযুক্ত জবাব দিল।

আরও পড়ুনঃ ফের স্থগিত হল WBJEE 2025 পরীক্ষার ফল প্রকাশ! কবে বেরোবে রেজাল্ট?

এদিকে ট্রাম্পের হুমকির ঠিক পরদিনই রাশিয়া ভারতের পাশে দাঁড়িয়ে খোলাখুলি জানিয়ে দিয়েছে, প্রতিটি দেশের নিজের বাণিজ্য সঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে। তারা আরো বলেছে, ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশকে হুমকি দিয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাইছে। আর তারই জবাব এবার হাতেনাতে টের পাচ্ছে।

Leave a Comment