ইডেনে আজব জুতো পরেই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাস লিখলেন ঋষভ পন্থ

Rishabh Pant Creates History with most sixes record

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চোট আর ঋষভ পন্থ, নাম দুটো যেন একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিগত দিনগুলিতে যতবার ভারতের হয়ে মাঠে নেমেছেন পন্থ, সিংহভাগ সময়েই চোট নিয়ে মাঠ ছেড়েছেন তিনি। শেষবারের মতো ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে বড়সড় চোট পাওয়ার পর দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্ট খেলতে গিয়ে পরপর তিনবার চোট পান ভারতের এই তারকা উইকেট কিপার ব্যাটসম্যান।

তবে, এই মুহূর্তে তিনি সুস্থ। শনিবার ইডেন টেস্টে ভারতের হয়ে ব্যাটিংও করেছেন তিনি। আর সেখানেই একেবারে আলাদা আলাদা ডিজাইনের দুটি জুতো পরে সকলের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন পন্থ। যদিও ওই আজব জুতো পায়ে নিয়েই ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের বড় রেকর্ড গুঁড়িয়ে দিলেন তিনি (Rishabh Pant Creates History)।

ভক্তদের নজরে পন্থের জুতো

শনিবার, ব্যাট করতে নেমে মাত্র 3 বল খেলেই আচমকা ঘাড়ে চোট পান ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল। এদিন যন্ত্রণায় মাঠে একপ্রকার কাতরাচ্ছিলেন তিনি। যার জেরে শেষ পর্যন্ত ফিজিও ও চিকিৎসকদের পরামর্শে মাঠ থেকে বেরিয়ে আসেন গিল। অধিনায়কের পরিবর্তে মাঠে নামেন ঋষভ পন্থ। তবে এদিন ভারতীয় তারকার থেকেও বেশি নজর কেড়েছিল তাঁর জুতো। যার বেশ কয়েকটি ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, ভারতীয় ক্রিকেটারের এক পায়ে সামনে কালো রঙের ডিজাইন সহ সাদা এবং কমলা সংমিশ্রিত একটি জুতো। পন্থের ঠিক অন্য পায়ের জুতোটির ডিজাইন আবার ভিন্ন। যা দেখেই একেবারে অবাক হয়ে গিয়েছেন ভক্তরা।

খেলতে নেমে বারবার চোট পান ঋষভ। কখনও পায়ে, কখনও কোমরে কখনও আবার লিগামেন্টে টান লাগে তাঁর। বেশ কয়েকটি সূত্র মারফত খবর, মূলত খেলোয়াড়ের চোটের কথা মাথায় রেখেই একেবারে ভিন্ন ডিজাইনে তৈরি করা হয়েছে তাঁর স্পোর্টস শুটি। তবে জুতো দুটি আপাতদৃষ্টিতে অদ্ভুত লাগলেও সেটা পরেই ইডেনের মাঠে বড় কীর্তি করেছেন ঋষভ। ভেঙে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন প্লেয়ার সেহবাগের বড় রেকর্ড।

অবশ্যই পড়ুন: আজ রিটেনশন, কোন দল কতজন প্লেয়ারকে ছাড়তে পারে? জানুন IPL-র নিয়ম

27 রানেই বীরেন্দ্র সেহবাগের রেকর্ড ভাঙলেন পন্থ

শনিবার, অধিনায়ক গিল উঠে গেলে তাঁর জায়গায় খেলতে নামেন পন্থ। আর মাঠে নেমেই অল্প সময়ের জন্য হলেও কার্যত ঝড় তোলেন পন্থ। এদিন ইডেনের মাটিতে দাঁড়িয়ে 24 বলে 27 রান করেছিলেন ঋষভ। মূলত দুটি ছয় এবং দুটি চার এ নিজের এই ইনিংস সাজিয়ে নিয়েছিলেন ভারতীয় তারকা। তবে রান ছোট হলেও এর মধ্যে দিয়েই তিনি ভেঙে ফেলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সেহবাগের বড় রেকর্ড। বলাই বাহুল্য, সেহবাগ টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ 91টি ছয় হাঁকিয়েছেন। কলকাতা টেস্টের আগে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের থেকে একটি ছয় পিছিয়ে ছিলেন পন্থ। তবে ইডেন টেস্টে দুটি ছয় মারার সাথে সাথেই তিনি সেহবাগের ছয়ের রেকর্ডটি ভেঙে ফেলেন। শুধু তাই নয়, এই মুহূর্তে টেস্টে 92টি ছয় নিয়ে ভারতীয়দের মধ্যে লাল-বলের ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় হাঁকানো ক্রিকেটার হয়ে উঠলেন তিনি। লিখলেন নতুন ইতিহাস।

Leave a Comment