ইডেনে ঝোড়ো বোলিং ভারতের, দক্ষিণ আফ্রিকাকে ১৫৯ এ গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে টিম ইন্ডিয়া

India Vs South Africa Test match update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুক্রবার টস হেরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টের (India Vs South Africa Test) সূচনা করেছিল ভারত। তবে বল হাতে মাঠে নেমে প্রতিপক্ষকে বড় রানের লক্ষ্য বাঁধতে দেয়নি টিম ইন্ডিয়া। এদিন প্রোটিয়াদের বিরুদ্ধে একেবারে জোরালো আক্রমণ শানিয়ে একের পর এক উইকেট তুলে নিতে থাকেন জসপ্রীত বুমরাহ থেকে শুরু করে কুলদীপ যাদবরা। আর তাতেই 55 ওভারের মাথায় 159 রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

ইডেন টেস্টের প্রথম দিনেই প্রতিপক্ষের উপর জোর খাটালো ভারত

শুক্রবার প্রথমে ব্যাট করতে নামার সিদ্ধান্তটা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা যে খুব একটা ঠিক নেননি, সেটা বোঝা গিয়েছে ভারতের প্রতিদ্বন্দ্বী দলের ইনিংস দেখেই। এদিন শুরুর দিকে ইনিংস কিছুটা সাজিয়ে নিলেও ভারতের তারকা বোলারদের ক্রমাগত আক্রমণে একেবারে ধরাশায়ী হয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার। শুরুতেই জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদবদের বলের সামনে মাথা নুইয়ে মাঠ ছাড়েন এইডেন মার্করাম, রায়ান ডেভিড রেকিলটন, মাল্ডাররা। যার জেরে আত্মবিশ্বাস হারায় দক্ষিণ আফ্রিকার বাকিরাও। মূলত সেই সুযোগ নিয়েই আক্রমণের ঝাঁজ বাড়িয়ে নেয় ভারতও।

এদিন ভারতীয় বোলারদের ঘূর্ণির জোড়ের সামনে ব্যাট উঁচিয়ে দাঁড়ানোর ক্ষমতা হয়নি কোনও দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, অধিনায়ক টেম্বা বাভুমাকেও এদিন মাত্র 3 রানে মাঠ ছাড়তে বাধ্য করে ভারত। এরপর একের পর এক উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় প্রতিপক্ষ। সেই সূত্রেই 55 ওভারে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়ে ব্যাট করতে নেমেছে টিম ইন্ডিয়া।

অবশ্যই পড়ুন: IPL নিলামের আগেই মাস্টারস্ট্রোক KKR-র! দলে এলেন বিধ্বংসী বোলার

প্রসঙ্গত, আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মূলত কামাল দেখিয়েছেন ভারতের চার বোলার। যদিও উইকেট নেওয়ার নিরিখে বাকিদের টপকে গিয়েছেন বুমরাহ। শুরু থেকে শেষ, শুক্রবার ভারতের তারকা পেসারের ঝুলিতে গিয়েছে 5টি উইকেটে। এছাড়াও কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজ দুটি করে উইকেট ও অলরাউন্ডার অক্ষর প্যাটেল একটি উইকেট পেয়েছেন। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত, 10 ওভারের আগেই 1 উইকেট হারিয়ে 24 রান তুলেছিল ভারত।

Leave a Comment