বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে প্রথম টেস্টের (India Vs South Africa Test) শুরুটা ভারতের পক্ষে হলেও শেষটা গেল দক্ষিণ আফ্রিকার ঝুলিতেই। একেবারে কলকাতার বুকে দাঁড়িয়ে ভারতকে 30 রানে হারিয়ে প্রথম আসর পকেটে পুরে নিয়েছে লাল বলের ক্রিকেটে বিশ্বজয়ী দলটি। যদিও 124 রান করেই প্রথম টেস্টের পরাজয় এড়ানোর সুযোগ ছিল স্বদেশীদের হাতে। তবে প্রতিপক্ষের হাড় কাঁপানো বোলিংয়ের সামনে সেটা সম্ভব না হওয়ায় সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপাশি ইডেনে 53 বছরের পুরনো এক রেকর্ডও গুঁড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা।
53 বছরের পুরনো রেকর্ড ভাঙল প্রোটিয়ারা
শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তাতে ভারতের বোলিং আক্রমণ দেখে মনে হয়েছিল হয়তো এ আসরে জয় হবে দেশের ছেলেদেরই। তবে চিত্রটা বদলে গেল ভারতের ইনিংস শুরু হতেই। এদিন 159 এ দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ঘোষণা করার পর ভারতীয় দলকে 189 এ আটকে দিয়েছিল প্রতিপক্ষ। যদিও সেখান থেকে ঘুরে দাঁড়াতে তৃতীয় দিন পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে আটকানোর আমরণ চেষ্টা করে গেছে ভারত। যার ফল স্বরূপ দ্বিতীয় ইনিংসে 153 রান রেখেছিল টেম্বা বাভুমার দল। ম্যাচের হিসেবে হার এড়াতে ভারতকে করতে 124। তবে প্রতিপক্ষের বোলিং আক্রমণের সামনে তার অনেক আগেই আটকে গেল টিম ইন্ডিয়া।
এদিন, মাত্র 93 রানে ভারতকে গুটিয়ে দিয়ে বড় জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকার ছেলেরা। তাতে সিরিজে এগিয়ে থাকার পাশাপাশি 53 বছরের এক পুরোনো রেকর্ডও ভেঙে দিয়েছে বিদেশীরা। না বললেই নয়, এর আগে ইডেনের পিচে লাল বলের ক্রিকেটে সবচেয়ে কম রান করে প্রতিপক্ষকে ডিফেন্ড করা বা আটকে দেওয়ার রেকর্ড ছিল 192। 1972 সালের এই রেকর্ড এবার ভেঙে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের সামনে মাত্র 124 রানের লক্ষ্য দিয়ে তা ডিফেন্ড করে অর্থাৎ জয় নিশ্চিত করার মধ্য দিয়ে 53 বছর পুরনো রেকর্ডটি ভেঙে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে 124 এর মতো সামান্য সংখ্যার রান তাড়া করতে না পেরে লজ্জা বাড়িয়েছে ভারত।
অবশ্যই পড়ুন: এড়ানো গেল না পরাজয়, ইডেনের বুকে প্রথম টেস্ট জিতে ভারতকে ক্ষমতা দেখাল দক্ষিণ আফ্রিকা
উল্লেখ্য, ইডেন টেস্ট আপাতত শেষ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবার দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু করবে ভারতীয় দল। যা গড়াবে আগামী 22 নভেম্বর থেকে 26 নভেম্বর পর্যন্ত, গুয়াহাটির বর্ষপাড়া স্টেডিয়ামে। বলাই বাহুল্য, প্রথম টেস্টে লজ্জার পরাজয়ের পর ভারতের লক্ষ্য এখন দ্বিতীয় টেস্ট ড্র করে যে কোনও প্রকারে মান রক্ষা করা।