ইডেনে হেরে লজ্জা বাড়ালেও WTC তে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ইতিহাস লিখলেন জাদেজা

Ravindra Jadeja Creates History at Eden Gardens in WTC

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্ট হেরেছে ভারত। সে জন্য অবশ্য দায়ী টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার। ঠিক উল্টোদিকে দক্ষিণ আফ্রিকার ধারালো বোলিং আক্রমণ একপ্রকার মাথা তুলেই দাঁড়াতে দেয়নি ভারতীয়দের। তবে প্রথম আসরে হেরে একাধিক লজ্জার নজির গড়লেও ব্যাটে, বলে দুর্ধর্ষ পারফরমেন্স দেখিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে বিরাট নজির গড়ে ফেলেছেন ভারতের তারকা অলরাউন্ডার তথা সদ্য চেন্নাই সুপার কিংস থেকে বাদ পড়া তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা (Ravindra jadeja Creates History)। ইডেন টেস্টে জাদেজা এমন এক কীর্তি করেছেন, যা আগে করে দেখাতে পারেনি কেউ।

ইডেনেই প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে বড় কীর্তি জাদেজার

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে 45 বলে 27 রান করলেও বল হাতে একটি উইকেটও পাননি জাদেজা। তবে দ্বিতীয় ইনিংসে পা রেখে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের একেবারে ঘাম ছুটিয়ে দেন রবীন্দ্র। একার হাতেই তুলে নেন 4টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়াও এদিন ব্যাট হাতেও 18 রান করেছিলেন জাদেজা। বলাই বাহুল্য, ইডেনে দ্বিতীয় ইনিংসে 4 উইকেট তোলার সাথে সাথেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 150 উইকেট পূর্ণ করে ফেলেন ভারতের এই তারকা অলরাউন্ডার। শুধু তাই নয় গড়েন এক বিরাট কীর্তি।

শেষ পর্যন্ত রবিবার, দক্ষিণ আফ্রিকার উইকেট ভাঙার সাথে সাথেই সপ্তম বোলার হিসেবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে 150 উইকেট পূর্ণ করেন তিনি। একই সময়ের মধ্যে WTC ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে 2000 এর বেশি রান করার পাশাপাশি 150 উইকেট পূর্ণ করে ফেলেন জাদেজা। এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই কাজ করে দেখাতে পারেনি কেউ। ফলে, WTC তে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বড় নজির করে ফেললেন জাড্ডু।

অবশ্যই পড়ুন: ভারতের সব দল থেকেই বাদ মোহনবাগান ফুটবলাররা! সবুজ মেরুনকে বয়কট করল AIFF?

প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাস এমন মোট 4 জন ক্রিকেটার রয়েছেন যারা ব্যাট হাতে 1,000 রান করার পাশাপাশি 100টি উইকেট তুলেছেন। তবে রবীন্দ্র জাদেজাই একমাত্র ক্রিকেটার যিনি WTC তে 2000 এর বেশি রান করার সাথে সাথে 150 বা তার বেশি উইকেট তুলে ফেলেছেন। না বললেই নয়, WTC তে ভারতের এই তারকা অলরাউন্ড 47 ম্যাচ খেলে 2532 রান করেছেন। সেই সাথে তুলেছেন 150টি গুরুত্বপূর্ণ উইকেট। আর তাতেই তৈরি হয়েছে নতুন ইতিহাস।

Leave a Comment