বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ অপেক্ষা কাটিয়ে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে গড়িয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট (India Vs South Africa Test)। সেই আসরে টসে হেরে ফিল্ডিং করতে নেমেছে টিম ইন্ডিয়া। লাল বলের ক্রিকেটে বিশ্বজয়ীদের বিরুদ্ধে খেলতে প্রথম একাদশে বেশ কিছু বদল এনেছে ভারত। সকলকে অবাক করে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন ঋষভ পন্থ, ধ্রুব জুরেল দুজনেই। এদিকে ইডেনের পিচ মাথায় রেখে 3 জন স্পিনারকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দায়িত্ব দিয়েছে ম্যানেজমেন্ট। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, প্রোটিয়াদের বিপক্ষে মাঠ দখলে 651 দিন পর ভারতীয় টেস্ট দলে ফিরলেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল।
651 দিন পর লাল বলের ক্রিকেটে অক্ষর
শেষবারের মতো 2024 সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় টেস্ট দলে খেলেছিলেন তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল। এরপর দীর্ঘদিন জাতীয় দলের সাদা জার্সি গায়ে দেখা যায়নি তাঁর। ভক্তরাও অধীর আগ্রহে ছিলেন কবে প্রিয় তারকাকে লাল বলের ক্রিকেটে দাপিয়ে খেলতে দেখবেন। অবশেষে মিটল সেই অপেক্ষা। রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দরের সাথেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে 651 দিন পর লাল বলের ক্রিকেটে মাঠ দখল করলেন অক্ষর। না বললেই নয়, এখনও পর্যন্ত ভারতের হয়ে মোট 14টি আন্তর্জাতিক টেস্ট খেলেছেন অক্ষর, সেই আসরে তাঁর উইকেট সংখ্যা 55।
একই একাদশে পন্থ এবং জুরেল
শেষবারের মতো ইংল্যান্ড সফরে গিয়ে জোরালো চোট পেয়েছিলেন ভারতের তারকা উইকেট কিপার ব্যাটসম্যান পন্থ। যার কারণে এই ভারতীয় ক্রিকেটারের স্থলাভিষিক্ত হয়েছিলেন ধ্রুব জুরেল। শেষবারের মতো ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ টেস্টেও খেলেছিলেন তিনি। তবে সকলকে অবাক করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় একাদশে পন্থের উপস্থিতি নিয়েই জায়গা পেলেন তিনি। যদিও এমনটা যে হতে চলেছে তা বোঝা গিয়েছিল অনেক আগে। একাধিক সূত্র আগেই দাবি করেছিল, বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে পন্থের সাথেই একাদশে জায়গা পাবেন তিনি। যদিও আজ ভারতের হয়ে উইকেট কিপারের ভূমিকায় রয়েছেন ঋষভ।
অবশ্যই পড়ুন: গরম খবর! KKR-র এই স্পিনারকে সই করাতে পারে আম্বানির মুম্বই ইন্ডিয়ান্স
ইডেন টেস্টের জন্য ভারতের একাদশ
আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একেবারে শক্তিশালী একাদশ নিয়ে নেমেছে টিম ইন্ডিয়া। এক নজরে দেখে নিন আজকের ভারতীয় একাদশ- যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ এবং মহাম্মদ সিরাজ।