ইডেন টেস্টের আগেই তরুণ তারকা ক্রিকেটারকে রিলিজ করছে টিম ইন্ডিয়া!

India Vs South Africa Test this youngest player may released from team India squad

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চোট বড় জ্বালা। হারে হারে টের পাচ্ছেন ভারতীয় তারকা নীতিশ কুমার রেড্ডি। সম্প্রতি এই যন্ত্রণার কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জায়গা হয়নি তাঁর। ইচ্ছে ছিল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে (India Vs South Africa Test) কামব্যাক করার। তবে সেই ইচ্ছা আপাতত পরিণতি পাচ্ছে না। জানা গিয়েছে, প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টের আগেই ভারতীয় দল থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে নীতিশকে। তাতে ভারতীয় তারকার মনের ওজন যে বাড়বে সে কথা বলাই যায়!

নীতিশকে বাদ দিয়েই দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতি

ভারতীয় ক্রিকেট দলের বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, আগামী শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের আগেই দল থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে তরুণ ক্রিকেটার নীতিশ কুমার রেড্ডিকে। শোনা গিয়েছে, তাঁকে বাদ দিয়েই প্রতিপক্ষের বিরুদ্ধে কৌশল সাজাচ্ছে টিম ইন্ডিয়া। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে না থাকতে পারলেও রাজকোটে দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নেবেন তিনি। এক কথায় ভারতের এ দলের হয়ে খেলবেন নীতিশ।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় দলের সহকারি কোচ রায়ান টেন দুশখাতে একেবারে খোলাখুলি জানান, “ওয়াশিংটন, অক্ষর এবং জাদেজা খেলছে। এতে আমরা অনেক বেশি ব্যাটারের বিকল্প পাব। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একই একাদশে যদি ধ্রুব এবং পন্থ একসাথে খেলেন তবে কিছুটা অবাক হব।” এদিন ভারতের সহকারি কোচের তরফে এও জানা যায়, ভারতীয় দলে বিকল্প থাকায় এই মুহূর্তে নীতিশ কুমার রেড্ডিকে ভারতের এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে হবে।

অবশ্যই পড়ুন: মানি অর্ডার, পার্সেল বুকিং, অ্যাকাউন্ট ওপেনিং! ঘরে বসে হবে সব, লঞ্চ হল ডাক সেবা অ্যাপ

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। তবে সিরিজের পরাজয়টা শেষ ওয়ানডেতে জয় দিয়ে সাজিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেই আচমকা চোট পেয়েছিলেন নীতিশ। যার কারণে তৃতীয় ম্যাচে নামতে পারেননি তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, অ্যাডিলেডে ম্যাচ চলাকালীন উরুতে চোট পেয়েছিলেন নীতিশ। শোনা যায়, সেই চোট সারিয়ে তোলার পর্বেই ফের চোট পেয়েছিলেন ভারতীয় তরুণ অলরাউন্ডার।

Leave a Comment