ইন্টারনেট ছাড়াই যাচাই হবে পরিচয়, বিরাট পদক্ষেপ UIDAI-র

Aadhaar Paperless Verification UIDAI new Aadhaar app will change the way of identity verification

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর লাগবে না আধার কার্ডের জেরক্স! পরিচয়ের প্রমাণপত্র হিসেবে আধার কার্ডের জেরক্স কপি জমা দেওয়ার প্রচলিত প্রথার অবসান ঘটাতে বিরাট পদক্ষেপ নিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI (Aadhaar Paperless Verification)। এবার বাজারে আসতে চলেছে আধারের নতুন অ্যাপ। যা পরিচয়পত্র যাচাইয়ের সংজ্ঞাই বদলে দেবে। এবার থেকে এই এক অ্যাপেই পরিচয় পরিচয়পত্র যাচাই করার পাশাপাশি আঁধার সংক্রান্ত বেশিরভাগ কাজই করা যাবে। তাতে অবসান ঘটবে আধার জেরক্স জমা দেওয়ার পুরনো অভ্যাসের।

কেন আনা হচ্ছে নতুন আধার অ্যাপ?

অন্যের আধার কার্ড ব্যবহার করে জালিয়াতির ঘটনা হয়েছে এমন উদাহরণ অহরহ। কাগজবিহীন পরিষেবার পাশাপাশি জালিয়াতি রোধ করতেও আনা হচ্ছে বিশেষ আধার অ্যাপ। এ প্রসঙ্গে UIDAI এর চিফ এক্সিকিউটিভ অফিসার ভুবনেশ্বর কুমার জানিয়েছেন, “ফিজিকাল কপির ব্যবহার কমলে এমনিতেই আধার হোল্ডারদের গোপনীয়তা বাড়বে। এই অ্যাপের উদ্দেশ্য, আধার কার্ড সংক্রান্ত জালিয়াতি আটকানো এবং আধারের অপব্যবহার রোধ করা।”

ইন্টারনেট ছাড়াই যাচাই করা যাবে পরিচয়

UIDAI যে নতুন আধার অ্যাপটি লঞ্চ করতে চলেছে তাতে ব্যবহারকারীর পরিচয় যারাই করতে কোনও রকম ইন্টারনেট লাগবে না। অর্থাৎ ইন্টারনেট সংযোগ ছাড়াই হোটেলের চেক ইন থেকে শুরু করে আধার যাচাইয়ের মাধ্যমে যেকোনও জায়গায় নিজের পরিচয় প্রমাণ করা যাবে এই অ্যাপের হাত ধরে। বলে রাখি, এই অ্যাপের মাধ্যমে আধার নম্বরের বদলে শুধুমাত্র কিউআর কোড অথবা ফেস ভেরিফিকেশনের মাধ্যমেও পরিচয় যাচাই করা সম্ভব হবে।

অবশ্যই পড়ুন: দাম বেড়ে হবে ২০০০! ঝুনঝুনওয়ালার সংস্থার এই স্টকে বিনিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের

আপডেট প্রক্রিয়াও সহজ হবে, বাড়বে গোপনীয়তাও

UIDAI বলে, এই আধার অ্যাপে একটি মাত্র ক্লিকের মাধ্যমেই ব্যবহারকারী তার বায়োমেট্রিক ডেটা লক করতে পারবে। একই পদ্ধতিতে আনলকও করা যাবে। এর পাশাপাশি, আধারের সাথে যুক্ত মোবাইল নম্বর, ঠিকানা, নামের মতো গুরুত্বপূর্ণ আপডেট প্রক্রিয়াগুলিও এই অ্যাপের মাধ্যমেই সম্ভব হবে। একই সাথে ঠিক কোন তথ্যটি আপনি শেয়ার করতে চান সেটাও নিজেই বেছে নিতে পারবেন। সবমিলিয়ে, কাগজবিহীন পরিচয় যাচাইকরনের মাধ্যমে আধার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য লিক হওয়া থেকে আধারহোল্ডারকে বাঁচাবে এই অ্যাপ। সেই সাথে ভিড় কমবে আধার সেন্টারেও।

Leave a Comment