প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন এ এ আবহে শিক্ষা ব্যবস্থায় শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি SSC-র (School Service Commission) প্রকাশিত একাদশ-দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা নিয়ে তৈরি হয়েছে নয়া বিতর্ক। অনেকের নামই নেই তালিকায়, শুধু তাই নয় ইন্টারভিউ তালিকায় উঠে এসেছে ‘টেন্টেড’ শিক্ষকের নাম। এদিকে দ্বিতীয়বার এসএসসির পরীক্ষা হলেও তালিকায় ফের নাম উঠল না অপেক্ষমাণদের, আর এবার সেই নিয়ে ফের প্রতিবাদ মিছিলে নামতে চলেছেন তাঁরাও।
ইন্টারভিউ তালিকা নিয়ে বিতর্ক
রিপোর্ট মোতাবেক, সুপ্রিম কোর্টের নির্দেশের আগেই স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের প্যানেলে যে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছিল এই নিয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন রাসমণি পাত্র নামে এক মহিলা চাকরিপ্রার্থী। প্রতিবাদের আগুন এতটাই উত্তপ্ত ছিল যে তিনি মস্তক মুণ্ডনও করিয়েছিলেন। যা নিয়ে বেশ আলোচনা হয়েছিল। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি যখন দ্বিতীয় বার পরীক্ষার আয়োজন করেছিলেন সেই সময় তিনিও পরীক্ষায় বসেছিলেন কিন্তু এবারেও একই ফলাফল মিলল। ইন্টারভিউয়ের তালিকায় নাম ওঠেনি তাঁর। তাই এখনও তিনি চাকরিহারা। তবে এই পরীক্ষায় শুধু রাসমণি দেবী নন, তার সঙ্গে ২০১৬ সালের প্যানেলের নবম থেকে দ্বাদশের অপেক্ষমাণ প্রায় ৪৫০০ জন চাকরিপ্রার্থীও একই অভিযোগ এনেছেন। বেশির ভাগেরই নাম ওঠেনি তালিকায়। এ জন্য তাঁরা ফের আন্দোলনে নামতে পারেন।
তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ অপেক্ষমাণদের
২০১৬ সালের প্যানেলের নবম থেকে দ্বাদশের অপেক্ষমাণ চাকরিপ্রার্থীদের দাবি, গত পাঁচ বছর ধরে এসএসসি-র দুর্নীতি নিয়ে সব চেয়ে বেশি সরব ছিলেন তাঁরাই। ১৩০০ দিনেরও বেশি সময় ধরে ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ-অবস্থান করেছেন তাঁরা। সেই সময় ২০১৬-র প্যানেলে ‘র্যাঙ্ক জাম্প’ নিয়ে প্রথম মামলা হয়। আন্দোলনের জেরে শেষে সরকার নানা প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছিল। অতিরিক্ত শূন্য পদ তৈরি করার কথাও বলেছিল সরকার। শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শিক্ষা দফতরের বড় বড় কর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। বাদ যাননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু সবটাই ছিল ছলনা, আজ পুনরায় আমরা বঞ্চিত।
আরও পড়ুন: ছাত্রীকে স্কুলকক্ষে আটকে প্রধান শিক্ষকের শ্লীলতাহানি! ব্যাপক চাঞ্চল্য লাভপুরে
উল্লেখ্য, গত এপ্রিলে প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের পর নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে ৭ ও ১৪ সেপ্টেম্বর নবম-দশম ও একাদশ-দ্বাদশের লেখা পরীক্ষা হয়েছিল চাকরিপ্রার্থীদের। ইতিমধ্যেই একাদশ ও দ্বাদশের শিক্ষক-শিক্ষিকাদের পরীক্ষার ফলাফল বেরিয়েছে বাকি এখনও নবম দশম শিক্ষক নিয়োগের ফলাফল। এমতাবস্থায় গত মঙ্গলবার সন্ধেয় SSC-র তরফ থেকে আঞ্চলিক অফিসগুলিতে ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর তালিকা প্রকাশ করা হয়। জানানো হয় আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হবে ইন্টারভিউ, কিন্তু তার আগেই তালিকা নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না।