ইন্ডিয়া ইউনিট স্থাপন করল OpenAI, বছরের শেষে নয়া দিল্লিতে খুলছে প্রথম অফিস

OpenAI India Unit and to open first office soon

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের AI ব্যবহারকারীদের মধ্যে দম আছে! বিগত দিনগুলিতে দেশে চ্যাটজিপিটির ব্যাপক সাফল্যকে সামনে রেখে সম্প্রতি খানিকটা এমন স্বরেই দেশবাসীর প্রশংসা করেছিলেন OpenAI-এর প্রধান স্যাম অল্টম্যান।

শুধু তাই নয়, বিগত বছরগুলিতে চ্যাটজিপিটির ব্যবসা এবং ব্যবহারকারী চারগুণ বৃদ্ধি পাওয়ায় তাঁরা যে ভারতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সে কথাও জানিয়েছিলেন স্যাম।

আর সেই বক্তব্যের রেশ কাটার আগেই ভারতে একটি স্থানীয় ইউনিট স্থাপন করে ফেলল OpenAI। চলতি বছরের শেষের দিকে নয়া দিল্লিতে প্রথম অফিসও খোলার পরিকল্পনা রয়েছে মার্কিন সংস্থাটির।

ভারতে দ্রুত বেড়ে উঠছে OpenAI

সদ্য ভারতে একটি নতুন ইউনিট স্থাপন করে আমেরিকান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা OpenAI এর প্রধান স্যাম অল্টম্যান জানান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ভারতে যে উত্তেজনা তা অবিশ্বাস্য। ভবিষ্যতে AI দুনিয়ায় গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতোই রসদ রয়েছে ভারতে।

এদেশে অসাধারণ টেক মেধা রয়েছে, রয়েছে বিশ্বমানের ডেভলপার ইকোসিস্টেম ও শক্তিশালী সরকারি মদত। এদিন ভারতে ব্যবসা চালানোর মতো সমস্ত পরিকাঠামো রয়েছে বলে দাবি করেই অল্টম্যান ঘোষণা করে দেন, শীঘ্রই ভারতে আমাদের প্রথম অফিস খুলতে চলেছি আমরা।

এছাড়াও একটি স্থানীয় দল গঠন করে গোটা দেশে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে আরও সহজলভ্য করে তোলাই আমাদের প্রাথমিক উদ্দেশ্য। ভারতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে AI তৈরিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এদিন অল্টম্যান একেবারে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছিলেন, ভারতে বিগত বছরগুলিতে OpenAI কীভাবে ফুলে ফেঁপে উঠেছে!

নয়া দিল্লির কোথায় হবে OpenAI এর প্রথম অফিস?

চলতি বছরের একেবারে শেষের দিকে ভারতে OpenAI যে প্রথম অফিস খুলতে চলেছে সে কথা এক প্রকার নিশ্চিত। ইতিমধ্যেই নিজেদের প্রথম অফিস খুলতে নয়া দিল্লিকেই বেছে নিয়েছেন অল্টম্যান! তবে নয়াদিল্লির ঠিক কোথায় এই অফিস তৈরি করা হবে তা এখনও সংস্থাটির তরফে জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই সে সংক্রান্ত ঘোষণাও দেবে OpenAI।

ভারতে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে OpenAI

রিপোর্ট অনুযায়ী, মার্কিন সংস্থাটি ভারতীয় ইউনিট স্থাপনের পাশাপাশি একটি স্থানীয় দল গঠন করেছে। ওই দলটি ইতিমধ্যেই নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিয়েছে বলেই খবর। একই সাথে OpenAI কর্তৃক তৈরি ওই দলটির কাজ হবে স্থানীয় অংশীদার, সরকার, ডেভলপার, ব্যবসা ও অ্যাকাডেমিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক জোরদার করা।

অবশ্যই পড়ুন: রোহিত জামানা শেষ! ভারতের ওয়ানডে অধিনায়ক হচ্ছেন শ্রেয়স আইয়ার? মুখ খুলল BCCI

উল্লেখ্য, দেশে নতুন ইউনিট তৈরির পাশাপাশি ভারতীয়দের জন্য চ্যাটজিপিটি গো নামক একটি নতুন সাবস্ক্রিপশন প্ল্যান ঘোষণা করেছে OpenAI। রিপোর্ট অনুযায়ী, মাত্র 399 টাকা মূল্যের এই মাসিক প্ল্যানে GPT-5 এ বর্ধিত অ্যাক্সেস সহ উন্নত ছবি, ভিডিও এবং প্রয়োজনীয় নথি বিশ্লেষণ করতে পারবেন ব্যবহারকারীরা।

Leave a Comment